শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা

মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা

মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভা

মানিকগঞ্জ, ০১ আগস্ট, এবিনিউজ : আগামী ০৫ ই আগস্ট ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সালমুন নাহারসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সালমুন নাহার জানায়, আগামী ৫ ই আগষ্ট মানিকগঞ্জের সাতটি উপজেলার সকল এলাকায় একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬- ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২১,০৪৯ জন। ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৫৮৫৭২ জন।

জেলায় সর্বমোট ১৬৯৩ টি টিকাদান কেন্দ্রে ৩৩৮৬ জন সেচ্ছাসেবী ওই টিকাদান কর্মসূচিতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্যে খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারনে নির্ধারিত বয়সের সকল শিশুকে ওই ক্যাপসুল খাওয়ানোর জন্যে বিশেষভাবে অনুরোধ জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ মো. খুরশীদ আলম।

এবিএন/সোহেল রানা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত