বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ঝালকাঠি, ০১ আগস্ট, এবিনিউজ : ‘মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহায়তায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১ টায় শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সদর হাসপাতালের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার মৃনাল কান্তি বন্দোপাধ্যায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন হাজরা, মা-মনি এসএস প্রজেক্টের ম্যানেজার ডাক্তার মোস্তাক আহমদ, ডাক্তার শাওন বীন রহমান, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস, স্বাস্থ্যসহকারী এসোসিয়েশনের সভাপতি জোবায়ের হোসেন, সিনিয়র স্টাফ নার্স শামসুন্নাহার প্রমুখ।

বক্তারা দেশের সর্বস্তরে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর অগ্রগতির ধারাকে জোরদার করার লক্ষে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহব্যাপী মাতৃদুগ্ধ, শিশু খাবার ও পুষ্টি বিষয়ে সেবাদানের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এবিএন/আজমীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত