শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে মানসিক রোগী ছেলে পিটিয়ে হত্যা করেছে মাকে

ঝালকাঠিতে মানসিক রোগী ছেলে পিটিয়ে হত্যা করেছে মাকে

ঝালকাঠিতে মানসিক রোগী ছেলে পিটিয়ে হত্যা করেছে মাকে

ঝালকাঠি, ০১ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠির কাঁঠালিয়ায় মানসিক রোগী ছেলে পিটিয়ে হত্যা করেছে মা রাশিদা বেগমকে। আজ মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়নের দক্ষিণ আউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা মল্লিক কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য ছিলেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদা মল্লিক দুপুরে বাড়িতে রান্না করছিলেন। এসময় তাঁর মানসিক ভারসম্যহীন ছেলে বাদশা মল্লিক ঘরের ভেতরে ঢুকে আকস্মিকভাবে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, বাদশা মল্লিক মানসিক ভারসম্যহীন এক যুবক। সে কোন কারণ ছাড়াই তার মাকে লাঠি দিয়ে আঘাত করলে মৃত্যু হয়। এছাড়া অন্যকোন কারণ আছে কীনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ছেলে বাদশা মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এবিএন/আজমীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত