শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে নির্মিত দেশের প্রথম বায়ু বিদ্যৎ প্রকল্পটির উৎপাদন বন্ধ

সোনাগাজীতে নির্মিত দেশের প্রথম বায়ু বিদ্যৎ প্রকল্পটির উৎপাদন বন্ধ

সোনাগাজীতে নির্মিত দেশের প্রথম বায়ু বিদ্যৎ প্রকল্পটির উৎপাদন বন্ধ

সোনাগাজী, ০১ আগষ্ট, এবিনিউজ : সোনাগাজীতে নির্মিত দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্পটি অযতœ,অবহেলা ও অব্যবস্থাপনার কারনে উৎপাদন বন্ধ হয়ে গেছে।উপজেলার আমিরাবাদ ইউপির মুহুরী সেচ প্রকল্প সংলগ্ন স্থানে প্রকল্পটি ২০০২ সালে নির্মান কাজ শুরু হয়ে ২০০৪ সালে শেষ হয় এবং সে বছরে উৎপাদন শুরু করে। বাংলাদেশ সরকারের অর্থায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে প্রকল্পটি নির্মানের দায়িত্ব পান ভারতীয় “নুবেলা টেকনো সলিউশন” নামের কোম্পানী।

জানা গেছে ,প্রায় কোটি টাকা ব্যায়ে নির্মিত বায়ু বিদ্যুৎ প্রকল্পটির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ০.৯ মেগাওয়াট।অযতœ অবহেলা ও অব্যাবস্থাপনার কারনে উৎপাদন শুরুর কয়েক মাস পরেই বিদ্যূৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।উৎপাদন বন্ধ থাকায় প্রকল্পটির যন্ত্রপাতি ধীরে ধীরে অকেজো হয়ে যায়।

গত ১/১১ এর সময় প্রকল্পে কর্মরত শ্রমিকরা দীর্ঘ দিন বেতন না পাওয়ার কারনে গোপনে যন্ত্রপাতি বিক্রী করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে। থানায় মামলার পর শ্রমিরা কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর তারা আর কাজে যোগ দেয়নি।

২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহনের পর পুনরায় বায়ু বিদ্যুৎ প্রকল্পটি চালু করে। সংশ্লিষ্ট সুত্র জানায়,নতুন করে চালু হওয়ার পর থেকে প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন বছরে ১০ মাস বন্ধ থাকে।

৩১ জুলাই সকালে সরজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। ২/৩ জন কর্মচারী বেকার সময় পার করছে। প্রকল্প পরিচালক ফজলুল হক জানিয়েছেন, প্রয়োজনীয় বাতাস না থাকায় পাখা চলে না। তাই উৎপাদন বন্ধ রয়েছে। কখন পাখা চলবে সে ব্যাপারে তিনি সুনিদিষ্টভাবে কিছু জানাতে পারেনি।

গত শনিবার বিদ্যুৎ সচিব সোনাগাজীতে নতুন করে আরো একটি বায়ু বিদ্যৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহনের চেক হস্তান্তর করেছেন।তিনি ওই সময় জানিয়েছেন নতুন বায়ু বিদ্যুৎ প্রকল্পে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

এলাকাবাসির বক্তব্য পুরানো প্রকল্পের বেহাল অবস্থ, উৎপাদন বন্ধ। নতুন প্রকল্প করার নামে সরকারের অর্থ অপচয় করার কোন যুক্তি নেই।

গত রবিবার মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছেন।সে আইনে বিদ্যুৎ প্রকল্পে অবহেলা বা অন্য কোন কারনে বিদ্যুৎ উৎপাদন না করলে হবে সংশ্লিষ্টদের ১০ বছর কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে।। সোনাগাজীর বিদ্যুৎ পাগল মানুষ গুলো বলতে শুরু করেছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্পটি যে দীর্ঘদিন বন্ধ রয়েছে তার জন্য দায়ী ব্যাক্তিরা কি আইনের আওতায় আসবে ?

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত