![ডিজিটালাইজড শ্রীমঙ্গল ভূমি অফিস : এগিয়ে গেল আরো এক ধাপ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/01/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_91887.jpg)
শ্রীমঙ্গল, ০১ আগস্ট, এবিনিউজ : সম্প্রতি ডিজিটালাইজড হওয়া শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস আরো এক ধাপ এগিয়ে গেল। সেবা গ্রহীতাদের সেবা প্রদান আরো সহজীকরণ করতে ইউনিয়ন ভূমি অফিসগুলোকে মোবাইল ফোনের আওতায় আনা হলো। যাতে সেবা গ্রহীতারা বাড়িতে বসেই সহজে সেবা পেতে পারেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহি অফিসার মো. মোবাশশেরুল ইসলাম ও শ্রীমঙ্গলেরর সহকারি কমিশনার ( ভূমি) বিশ্বজিত কুমার পাল উপস্হিত থেকে শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন ও অন্যান্য ভূমি কর্মকর্তাদের মাঝে অফিসিয়াল মোবাইল ফোন বিতরণ করেন।
মোবাইল নাম্বারগুলো হলো---কানুনগো/ সার্ভেয়ার, শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস-০১৭০৮৫০৭৩৭৩, নাজির,শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস-০১৭০৮৫০৭৩৭৪, নামজারি সহকারি, শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস--০১৭০৮৫০৭৩৭৫, সদর ইউনিয়ন ভূমি অফিস, শ্রীমঙ্গল -০১৭০৮৫০৭৩৭৬, সদর ইউনিয়ন ভূমি অফিস, শ্রীমঙ্গল- দুই- ০১৭০৮৫০৭৩৭৭, ভূনবীর ইউনিয়ন ভুমি অফিস, শ্রীমঙ্গল -০১৭০৮৫০৭৩৭৮, ভূনবীর ইউনিয়ন ভূমি অফিস, শ্রীমঙ্গল দুই- ০১৭০৮৫০৭৩৭৯, লাহারপুর ভূমি অফিস, শ্রীমঙ্গল -০১৭০৮৫০৭৩৮০,লাহারপুর ভূমি অফিস, শ্রীমঙ্গল দুই- ০১৭০৮৫০৭৩৮১
শ্রীমঙ্গলের এসি ল্যান্ড বিশ্বজিত কুমার পাল জানান, এসব সরকারী মোবাইল ফোনে সেবা গ্রহীতারা বাড়িতে বসে ফোন করে সহজেই ভূমি বিষয়ক যেকোন সেবা পেতে পারেন এবং ভূমি বিষয়ক যেকোন তথ্য আদান প্রদান ও বিভিন্ন সেবা সহজীকরনের জন্য এই মোবাইল ফোনগুলো সব সময় অফিস চলাকালীন সময়ে সচল থাকবে।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা