![ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৬তম গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/01/pic_91902.jpg)
ঝালকাঠি, ০১ আগষ্ট, এবিনিউজ : ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৬তম স্কুল-মাদ্রাসার গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন । মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর ঝালকাঠি জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের ফুটবল কবাডি, সাঁতার এবং হ্যান্ডবলের ইভেন্ট রাখা হয়েছে। জেলার ৪ উপজেলার চ্যাম্পিয়নরা জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় স্থান পেয়েছে। মঙ্গলবার বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজন শেষ হবে। বুধবার সকালে জেলা প্রশাসক হামিদুল আয়োজনের উদ্বোধন করেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/ইমরান