বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মাদারীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ রাউন্ড উপলক্ষে প্রেস ব্রিফিং

মাদারীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ রাউন্ড উপলক্ষে প্রেস ব্রিফিং

মাদারীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ রাউন্ড  উপলক্ষে প্রেস ব্রিফিং

মাদারীপুর, ০১ আগস্ট, এবিনিউজ : ভিটামিন ’এ’ খাওয়ান শিশুমৃত্যর ঝুকি কমান এই শ্লোগানে, মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৫ আগস্ট ১ রাউন্ড ২০১৭ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৫ আগস্ট আগামী শনিবার ১ রাউন্ড ২০১৭ ইং পালন উপলক্ষে, মাদারীপুর জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে গত মোঙ্গলবার সাড়ে ১১ টায় মাদারীপুর জেলা সিভিল সার্জন দীলিপ কুমার দাস এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। ৬ থেকে ১১ মাস শিশুর জন্য নিল রং এর ১টি ভিটামিন ’এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর জন্য লাল রং এর ১টি ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ এস এম খলিলুর রহমান, ই-পি আই সোরাব উদ্দিন, মাদারীপুর প্রেসক্লাবের আহবায়ক জনাব শাজাহান খান, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, খালেদুর রহমান বেলাল খান, ফোরকান আহমেদ, সাব্বির হোসাইন আজিজ, রিপন চন্দ্র মল্লিক, নাজমুল হক, আল মামুন, আরিফুর রহমান সহ প্রমুখ।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত