![নড়াইলে বৃষ্টিতে বীজতলাসহ জমির ফসল পানিতে নষ্ট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/02/capture_abnews_92021.jpg)
নড়াইল, ২ আগষ্ট, এবিনিউজ : নড়াইলে কয়েক দিনের বৃষ্টিতে তিন উপজেলায় বীজতলাসহ ১ হাজার ৬৪৯ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে দুই হাজারের বেশি কৃষকের পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নড়াইল সদর উপজে লার তুলারামপুর, হাতিয়ারাসহ আটটি গ্রাম, মাইজপাড়া, শাহাবাদ, বিছালী, কলোড়া, শিঙ্গাশোলপুর ইউনিয়নের ৪৬টি গ্রাম নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী, পেড়লী, সালামাবাদসহ ২৫টি গ্রাম, লোহাগড়া উপজেলার ১০টি গ্রাম, মাউলি বিলসহ ছোট-বড় অসংখ্য বিলের বেশির ভাগ ফসলি জমি ও বীজতলা তলিয়ে গেছে।
নড়াইল সদর উপজেলার হাতিয়ারা গ্রামের কৃষক নন্দ বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনি ২০ হাজার টাকা দাদন নিয়ে পাঁচ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছিলেন। বৃষ্টির পানিতে তা তলিয়ে গেছে। খেতে কোমরসমান পানি। এখন মহাজনের সুদ কীভাবে মেটাবেন, সেই দুশ্চিন্তা করছেন।
নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন হলো পাটেশ্বরী বিলের জমি। সেই বিলের ধানখেত পানির নিচে তলিয়ে গেছে।
কৃষি স¤প্রসারণ বিভাগের নড়াইল কার্যালয়ের উপপরিচালক বলেন, নড়াইলে ১ হাজার ৫৮৭ হেক্টর জমির আমন-আউশ, ৮ হেক্টর রোপা-আমনের বীজতলা, ৯০ হেক্টর জমির মৌসুমি ফসল এবং ৪৫ হেক্টর জমির পানের বরজের ক্ষতি হয়েছে।
এতে জেলায় ২ হাজার ২০০টি কৃষকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সাহায্য এলে কৃষকদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।
এবিএন/উজ্জ্বল/জসিম/এমসি