বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ধারাবাহিক নাটক ‘ছলে বলে কৌশলে’

ধারাবাহিক নাটক ‘ছলে বলে কৌশলে’

ঢাকা, ০২ আগস্ট, এবিনিউজ : এটিএন বাংলায় আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে শফিকুর রহমান শান্তনুর রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিক ‘ছলে বলে কৌশলে’। মানুষ চাইলে জীবনের যেকোন বয়সের মোড় থেকে নতুন করে জীবনকে শুরু করতে পারে। অর্থবহ করে তুলতে পারে। একটু মায়া, আন্তরিকতা ও ভালোবাসার কাছে অশুভ, পশুত্ব ও নিষ্ঠুরতার পরাজয় ঘটে। হাস্যরস ও উত্তেজনার আবহে মন্দ থেকে ভালোর দিকে এই দার্শনিক পরিবর্তন নিয়েই তৈরি হয়েছে নতুন এই ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, আরফান নিশো, ইরফান সাজ্জাদ, সানজিদা প্রীতি, নাদিয়া নদী, নাবিলা, আনন্দ খালেদ, চিত্রলেখা গুহ, রোজি সিদ্দিকি, ফারুক আহমেদ, কেএস ফিরোজ, শম্পা রেজা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে- ছোটনদের ছোট ফ্যামিলি। তার বাবা চাকরিজীবি। তিনি যে সেক্টরে কাজ করেন সেখানে দ’ুহাতে ঘুষ খাওয়ার সুযোগ আছে। তিনি সেই সুযোগের সদ্বব্যবহার করেন যথারীতি। কিন্তু অসম্ভব কৃপণ। ছোটনের মা অল্পশিক্ষিত সহজ স্বভাবের মহিলা। কিন্তু বর্তমানে টাকা হওয়ায় মডার্ন হওয়ার চেষ্টায় আছেন। ছোটনের ছোট বোন অনার্সে পড়ছে। তার স্বভাব হচ্ছে ঘন ঘন প্রেমে পড়ে। কিছুদিন পর পর এক একটা প্রেম ব্রেকআপ করে এমন মরা কান্না দেয় যে, বাড়ির লোক অস্থির হয়ে যায়। ছোটন সদ্য পড়া শেষ করে বিজনেস প্ল্যান করে। কিন্তু ক্যাপিটালের অভাবে পিছিয়ে আসে। বাবার কাছে বহুবার টাকা চেয়েছে। কিন্তু বাবার ধারনা, এই টাকা একবার ঘরের বাইরে গেলে আর ফেরত আসবে না। তারপরও মা গয়না বিক্রি করে তার টাকার ব্যবস্থা করে।

ছোটন তার বন্ধুকে নিয়ে মাছের খামার করবে বলে জায়গা দেখতে যায়। এক দালালের খপ্পরে পড়ে সব টাকা হারায়। এরমধ্যে তার বন্ধু আরেক ব্যবসার আইডিয়া নিয়ে আসে। কিন্তু টাকা কই? বাধ্য হয়ে ছোটন ঠিক করে, সে নিজেদের বাড়িতেই চুরি করবে। কিন্তু আসল চোরই বাসায় ঢুকে পড়ে। এইসব চরিত্রের বিচিত্র ঘটনাপ্রবাহে উঠে আসে জীবনের নানা রূপ, আনন্দ বেদনায় তা যেন একই মুদ্রার এপিঠওপিঠ। নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার, রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।

এটিএন বাংলার বৃহস্পতিবারের অনুষ্ঠানসূচী

০৯টা এটিএন বাংলা সংবাদ

০৯টা ১৫মিঃ টক শো ‘কথামালা’ উপস্থাপনা- মুস্তাফা নূরউল ইসলাম, পরিচালনা- তাশিক আহমেদ।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৩০ মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘এক বুক জ্বালা’ পরিচালনা- শাহীন সুমন।

১১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

১২টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ

০২টা এটিএন বাংলা সংবাদ

০২টা ২৫মিঃ বিটিভির সংবাদ

০৩টা ১০মিঃ অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘এটিএন বিজনেস এন্ড ফাইন্যান্স’, পরিচালনা- ইসমাত জেরিন খান।

০৪টা এটিএন বাংলা সংবাদ

০৪.১০মিঃ ওয়ালটন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা কমলাপুর স্টেডিয়াম থেকে সরাসরি স¤প্রচার

পরিচালনাঃ আব্দুস সাত্তার।

০৫টা গ্রাম-গঞ্জের খবর

০৬টা ইংরেজি সংবাদ।

০৬টা ১৫ মিঃ মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠান ‘শুভমুক্তি’ (১০৪) পরিচালনা- ফয়সাল মাহমুদ।

০৭টা এটিএন বাংলা সংবাদ

০৮টা ধারাবাহিক নাটক ‘ছলে বলে কৌশলে’ (পর্ব-০৪) রচনাঃ শফিকুর রহমান শান্তনু, পরিচালনা- সাজ্জাদ সুমন।

অভিনয়ে: এটিএম শামসুজ্জামান, আরফান নিশো, ইরফান সাজ্জাদ, সানজিদা প্রীতি, নাদিয়া নদী, নাবিলা, আনন্দ খালেদ, চিত্রলেখা গুহ, রোজি সিদ্দিকি, ফারুক আহমেদ, কেএস ফিরোজ, শম্পা রেজা প্রমুখ।

০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ (পর্ব-৬৯) রচনা ও পরিচালনা- মুরাদ পারভেজ।

অভিনয়েঃ ঝুনা চৌধুরী, শম্পা রেজা, চিত্রলেখা গুহ, সোহানা সাবা, আহসান হাবিব নাসিম, ইরফান সাজ্জাদ, ইউসুফ রাসেল, সুমনা সোমা, খালেকুজ্জামান, রোকসানা হিরা, সুসমী আহসান প্রমুখ।

০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘বাবুই পাখীর বাসা’ (পর্ব-৯৮) রচনা: কাজী শহীদুল ইসলাম, পরিচালনাঃ সকাল আহমেদ।

অভিনয়েঃ রচি, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, নাদিয়া, শ্যামল মওলা, অর্ষা, শর্মিলী আহমেদ, অলিউল হক রুমী, আইরিন আফরোজ, হীরা প্রমূখ।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৫৫মিঃ ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত টেলিফিল্ম ‘...............’, ।

১২টা টক শো অন্যদৃষ্টি’ উপস্থাপনা- শ্যামল দত্ত, পরিচালনা- নবুয়াত রহমান।

০১টা এটিএন বাংলা সংবাদ।

০১টা ১৫মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৭১৯)

[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত