![সোনাগাজীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/02/abnews-24_92051.jpg)
ফেনী, ০২ আগস্ট, এবিনিউজ : "স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগান" এই শ্লোগানে সোনাগাজীতে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বৈশাখি বড়–য়ার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদ আলমের সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ নূরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: শরিফুল ইসলাম, সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবদিন, কৃষক নেতা মুক্তিযোদ্ধা শেখ সিরাজুদ্দৌলা, নার্সারি মালিক সমিতির নেতা নাছির উদ্দিন অপু প্রমুখ।
এবিএন/আবুল হোসেন/জসিম/তোহা