![সোনগাজীতে মাদ্রাসা ছাত্রের চুল কেটে শাস্তি দিলেন শিক্ষক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/02/untitled-1 copy_92052.jpg)
সোনাগাজী, ০২ আগস্ট, এবিনিউজ : সোনাগাজীতে ছয় বছরের মাদ্রাসা ছাত্র ফয়সালের মাথার চুল কেটে অভিনব শাস্তি দিয়েছে শিক্ষক মুফতি রহিম উল্যাহ কাসেমী। উপজেলার বগাদানা ইউনিয়নের দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় মঙ্গলবার (১ আগস্ট) এ ঘটনা ঘটে।
ফয়সালের চুল কেটে দেওয়ার কথা স্বীকার করেছেন ওই শিক্ষক। তিনি বলেন, ‘মাদ্রাসায় নিয়ম আছে চুল বড় হলে কেটে দেওয়ার। ওই ছাত্রের চুল কাটতে গিয়ে জোহরের আজান পড়ে যায়। তাই তার সব চুল কাটা সম্ভব হয়নি।’
ফয়সালের বাবা ওমর ফারুকের অভিযোগ, ‘আমার ছেলের চুল বড় হয়েছে এই অভিযোগে মাথা ন্যাড়া করার অধিকার ওই শিক্ষককে কে দিয়েছে? ছয় বছর বয়সী একটা বাচ্চার সঙ্গে তিনি এমন আচরণ করতেই পারেন না। আমাকে বললে আমি ছোট করে দিতাম।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে শিক্ষকরা আমাকে মারতে আসেন। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মুফতি রহিম উল্যাহ। তিনি বলেছেন, ‘এটা সত্য নয়।’
বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাতে মডেল থানার ওসি(তদন্ত) হারুনুর রশিদ ছাত্রটির বাড়ীতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন।
এভাবে শিশু শিক্ষার্থীর মাথা ন্যাড়া করে অন্যায় বলে জানিয়েছেন সোনাগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন । তিনি বলেন, ‘শিক্ষকদের কাছ থেকে এই ধরনের কাজ কেই আশা করে না।’ সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান এই ঘটনায় উদ্বেগ জনক বলে জানিয়ে বলেন, শিক্ষক জাতির কাছে এই ধরনের ঘটনা অনাকাংখিত।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/ইমরান