![হামদর্দ-এর ১১২তম প্রতিষ্ঠা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/02/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_92093.jpg)
ঢাকা, ০২ আগস্ট, এবিনিউজ : গতকাল ০১ আগস্ট হামদর্দ-এর ১১২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হামদর্দ ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হামদর্দের সিনিয়র পরিচালক বিপণন ও মোতাওয়াল্লী ড. হাকীম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লী ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.) পরিচালক হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রকল্প মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব:), মোতাওয়াল্লী ও পরিচালক এইচআরডি ডাঃ নার্গিস মার্জান শিল্পী, পরিচালক বিক্রয় সাইফুদ্দিন মুরাদ ভূঁইয়া ও হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরিশেষে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এবিএন/কাজী মনসুর-উল-হক/জসিম/তোহা