শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মিতুলের উপর বোমা হামলার চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

মিতুলের উপর বোমা হামলার চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

মিতুলের উপর বোমা হামলার চেষ্টাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

রাজবাড়ী, ০২ আগস্ট, এবিনিউজ : রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য আশিক মাহমুদ মিতুলের গাড়ী বহরে বোমা হামলার চেষ্টাকারী জাহিদুল হাসান সবুজসহ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কালুখালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মী সহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, জেলা আওয়ামীলীগের সদস্যদের উপর হামলা করে তাকে নিশ্চিন্ন করতেই এই পরিকল্পনা করা হয়েছে। মানববন্ধনে উপজেলা পূজা পরিষদের সদস্য তনয় কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, গান্দিমারা যুব ও ক্রিয়া সংস্থার সভাপতি সুজন রহমান সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।

এ সময় কালুখালী উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, কালুখালী উপজেলা যুবলীগ, কালুখালী উপজেলা ছাত্রলীগ এবং গান্ধিমারা যুব ও ক্রীয়া সংঘের ব্যানারে অনুষ্ঠিত হাজার হাজার নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করে। দীর্ঘ এ মানববন্ধনটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে সোনালী ব্যাংক পর্যন্ত পৌছায়।

এ সময় কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল খালেক জানান, একটি মহল বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে তারুণ্যের প্রতীক আশিক মাহমুদকে হত্যার উদ্যেশেই এই ষড়যন্ত্র।

জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য জিল্লুল হাকিমকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং তার মনোবল ভাঙ্গার জন্য তার সন্তানের উপর এই আঘাত। তিনি বলেন এরই মাঝে এর শিকড় চিহ্নিত করা হয়েছে। তিনি আরো বলেন বাংলাদেশের প্রথম সাড়ির একটি প্রত্রিকায় আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছিল পুলিশি তদন্তে সেটা মিথ্যা প্রমাণীত হয়েছে।

৩০ জুলাই জেলা আওয়ামীলীগের সদস্যের গাড়ীবহরে হামলার চেষ্টা করলে স্থানীয় নেতা কর্মীরা জাহিদুল ইসলাম সবুজকে পুলিশের হাতে তুলে দেয়। জাহিদুল ইসলাম সবুজ বর্তমান জেলা কারাগারে রয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত