
বান্দরবান, ০৩ আগস্ট, এবিনিউজ : বান্দরবানে অভিযান চালিয়ে ২টি করাতকল উচ্ছেদ করেছে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট। গতকাল বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৈতি সর্ববিদ্যা জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর অনুমোদন সাপেক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় বাঘমারা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ, বাঘমারা রেঞ্জের বিট কর্মকর্তা মো. রায়হানসহ প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৈতি সর্ববিদ্যা বলেন, সংরক্ষিত বনাঞ্চল হতে১০কি:মি: দূরত্বে বাইরে করাত কল বসানোর নিয়ম থাকলেও এ দুটি করাতকলের পূর্বদিকে ৪কি:মি:, পশ্চিম দিকে ২.৫কি:মি:, দক্ষিণ দিকে ৫কি:মি: ও উত্তরদিকে ৫কি:মি: দূরত্বে সংরক্ষিত বনাঞ্চল থাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন এর আগে তাদেরকে একাধিকবার নিজ দায়িত্বে করাতকলগুলো সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। অভিযানে মো. শহিদুল ইসলামের করাতকল থেকে একটি ডিজেল মেশিন, একটি বেঞ্চএর প্লেট, ৭টি নাটবল্টু, ১টি ছোট মোটর, একটি বেঞ্চের উপরে সেলাই, ১টি সেইড ও ২টি পুরাতন করাত জব্দ করে। এছাড়া সাঅংপ্রু মার্মার করাতকলটির সরঞ্জাম আগে থেকেই সরিয়ে নেয়ায় কোন মালামাল জব্দ করা হয়নি। এদিকে বান্দরবান পৌর শহর, সদর উপজেলা, রোয়াংছড়ি, থানছি, রুমায় বন আইন অমান্য করে অবৈধভাবে চলছে প্রায় শতাধিক করাত কল। এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/নির্ঝর