
হবিগঞ্জ, ০৩ আগস্ট, এবিনিউজ : হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশের সাথে ’বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম ঝিলকি (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, নিহত ডাকাত ঝিলকির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
এবিএন/মো: নুরুজ্জামান ভ’ইয়া/জসিম/নির্ঝর