![ধারাবাহিক নাটক ‘মুখোশ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/03/mukhosh-6_92247.jpg)
ঢাকা, ০৩ আগস্ট, এবিনিউজ : এটিএন বাংলায় আগামীকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মুখোশ’। ধারাবাহিকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন এবং পরিচালনায় রয়েছেন শাহাদাৎ হোসেন সুজন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আল মামুন, সাবেরী আলম, শহীজ্জামান সেলিম, জয়শ্রী কর জয়া, মুবিনা আহমেদ কাজল, হিল্লোল, নওশীন, হাসান ফেরদৌস জুয়েল, নিলয়, শখ, মুকুল সিরাজ, রাজিব সালেহীন, রাজীব রাজ, স্নেহা, রিপন, রীতু, নয়ন, মোস্তফা প্রমুখ। নাটকের কাহিনী গড়ে উঠেছে এক শিল্পপতির পরিবারকে কেন্দ্র করে।
ধনাঢ্য ব্যবসায়ী আসিফ খান ও জহির খান উত্তরাধিকার সূত্রে বাবার বিশাল কোম্পানির মালিক। বড় ভাই আসিফ বাবার আদর্শে নিজেকে তৈরি করলেও ছোট ভাই জহির ঠিক তার বিপরীত এবং আদর্শহীন। ব্যবসায় এবং পরিবারে একটা শীতল দ্বন্দ্ব চলে দুই ভাইয়ের মধ্যে।
এই দ্বন্দ্বের সুযোগে তাদের মাঝখানে আবির্ভাব ঘটে রহস্যজনক ব্যবসায়ী আমজাদ খোরাসানির। তারপর থেকেই দুই ভাইয়ের ব্যবসায় একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। কে ঘটাচ্ছে এই ঘটনা? আমজান খোরাসানি? নাকি অন্য কেউ? ঘটনার রহস্য অনুসন্ধান করতে গিয়ে এক এক করে চেনা মানুষগুলোর মুখোশ উন্মোচিত হতে থাকে।
এটিএন বাংলার শুক্রবারের অনুষ্ঠানসূচী
০৯টা এটিএন বাংলা সংবাদ
০৯টা ১৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘স্যাভলন হেলথ টিপ্স’ (পর্ব-৮০)
উপস্থাপনা- ডা. জিনিয়া জাফরীন, পরিচালনা- শাহেদ দৌলা খান।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৩৫মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টারলাইন রান্নাঘর’ (পর্ব-৪৮) উপস্থাপনাঃ লবী রহমান, পরিচালনাঃ লানা খান। (২০
১১টা এটিএন বাংলা সংবাদ।
১১টা ১০মিঃ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭’ (পর্ব-২০)
উপস্থাপনা ও পরিচালনাঃ হাসান আহমেদ চৌধুরী কিরণ।
১২টা এটিএন বাংলা সংবাদ।
১২টা ১০মিঃ জুম্মাবারের ইসলামী অনুষ্ঠানমালা। (৯৫ মিনিট)
০১টা ১৫মিঃ অনুষ্ঠানের বাকী অংশ।
০২টা এটিএন বাংলা সংবাদ
০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ
০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বিয়ের প্রস্তাব’ পরিচালনা- এফ আই মানিক।
অভিনয়েঃ শাকিব খান, পূর্ণিমা।
০৪টা এটিএন বাংলা সংবাদ
০৫টা গ্রাম-গঞ্জের খবর
০৬টা ইংরেজি সংবাদ।
০৭টা এটিএন বাংলা সংবাদ
০৮টা ধারাবাহিক নাটক ‘মুখোশ’ (পর্ব-৩৪) রচনাঃ আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনাঃ শাহাদাৎ হোসেন সুজন।
অভিনয়েঃ তারিক আনাম খান, আল মামুন, সাবেরী আলম, শহীজ্জামান সেলিম, জয়শ্রী কর জয়া, মুবিনা আহমেদ কাজল, হিল্লোল, নওশীন প্রমুখ।
০৮টা ৪০মিঃ ব্রাদার্স ফার্নিচার নিবেদিত বিশেষ নাটক
১০টা এটিএন বাংলা সংবাদ
১০.৪৫টা এ সপ্তাহের ছায়াছবি ‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’ পরিচালনা- জাকির হোসেন রাজু।
অভিনয়ে-
০১টা এটিএন বাংলা সংবাদ।
[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর