
ঢাকা, ০৩ আগস্ট, এবিনিউজ : ৩৮তম বিসিএসের জন্য অনলাইনে আবেদন পূরণের সময় ভুল করায় ১৪ জন প্রার্থীকে নতুন করে আবেদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় (বিপিএসসি)। অাজ বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে পূরণকৃত ৩৮তম বিসিএসের আবেদন সংশোধন করে পুনরায় আবেদন করার পরিপ্রেক্ষিতে ১৪ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর বাতিল করতে হবে। এরপর আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আবেদনের অনুমতি দেওয়া হলো।
পুনরায় আবেদনের অনুমতি পাওয়া ১৪জন প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার হলো- ০০৫৯৯৫, ০০৫৭৯৭, ০০৯৭৯৮, ০০৭০৮৪, ০০৭২৭৮, ০০৮৮৮৭, ০০৯৭৭৫, ০১০৮১৪, ০১০৭৪৫, ০১২০৭৫, ০১৫৭৯৫, ০২১৯৬৯, ০৩৩৯৯৪ এবং ৮০২০৬৫।
প্রসঙ্গত, গত ২০ জুন সাধারণ ক্যাডারে ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫ টিসহ মোট ২৪ ক্যাডারে ২ হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ১০ জুলাই শুরু হয়েছে। এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এবিএন/জনি/জসিম/জেডি