![মুন্সীগঞ্জে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/03/munshigoang_abnews24_92289.jpg)
মুন্সিগঞ্জ, ০৩ আগস্ট, এবিনিউজ : ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুকি কমান শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ সিভিল সার্জন এর আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড উপলক্ষে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ আগস্ট-২০১৭ সারা দেশের ন্যায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে মুন্সীগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে ৬-১২মাস বয়সী লক্ষমাত্রা শিশু নির্ধারণ করা হয়েছে ২৩৫৫১জন এবং ১২-৫৯ মাস বয়সী লক্ষমাত্রা শিশু নির্ধারণ করা হয়েছে ১,৬৭,৫৪৪ জন। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ৬টি উপজেলা ও ১টি পৌরসভায় ৮টি স্থায়ী কেন্দ্র, ১৬০৩ টি অস্থায়ী কেন্দ্র, ২৩টি ভ্রাম্যমাণ কেন্দ্র এবং স্বাস্থ্য, প:প: ও সিএইচসিপি ও স্বেচ্ছা সেবক সহ মোট ৩৮৫৯ জন কর্মী কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে কর্মী থেকে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১২ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে সিভিল সার্জন ডা: মু. সিদ্দিকুর রহমান বলেন, সবকিছুরই কিছুরই একটি ভাল ও মন্দ দিক থাকে। আর এ ক্যাপসুল খাওয়ালে যে একটু পার্শ্বক্রিয়া থাকবে না এমন নয়। তবে সতর্কতা অবলম্বন করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। তিনি এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন।
এ সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জেলার সকল সাংবাদিকরা অংশগ্রহন করেন।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/রাজ্জাক