বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর দাফন সম্পন্ন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর দাফন সম্পন্ন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর দাফন সম্পন্ন

মানিকগঞ্জ, ৩ জুলাই, এবিনিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুকে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় তার তৈরি মসজিদের পাশে আজ বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে দাফন সম্পন্ন করা হয়েছে।

তার আগে সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর প্রথম নামাজে জানাযা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

বেলা ১২টা ৩০ মিনিটে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয় ধামরাই উপজেলার ইসলামপুরে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে। চতুর্থ জানাযা অনুষ্ঠিত হয় বেলা ১টা ৫০ মিনিটে তার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সৈয়দ কালুশাহ কলেজ মাঠে।

এরপর মরহুমের পঞ্চম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় বেলা ২টা ৫০ মিনিটে মানিকগঞ্জ জেলা শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে। ষষ্ঠ নামাজে জানাযা অনুষ্ঠিত হয় বিকেল ৪ টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রাম হরিরামপুর উপজেলার পাটগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সপ্তম এবং সর্বশেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হয় বিকেল ৬ টা ২৫ মিনিটে মুন্নু মেডিকেল কলেজ প্রাঙ্গণে। শেষে মসজিদের পাশে পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করার কাজ শুরু হয়।

মুন্নুর কন্যা আফরোজা খান রিতার ব্যক্তিগত সহকারী রেজাউল করিম রেজা জানায়, মানিকগঞ্জের গিলন্ড এলাকায় তার তৈরি মসজিদের পাশে সন্ধা ৭ টায় মুন্নুর দাফন সম্পন্ন হয়। এ সময় তার স্ত্রী হারুন নাহার , দুই মেয়ে ফিরোজা খান ও আফরোজা খান রিতা, জামাতা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ পরিবারের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।

উল্লেখ্য গত মঙ্গলবার ভোর ৫টার দিকে হারুনার রশিদ খান মুন্নু তার গিলন্ড গ্রামের মুন্নু মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দাফনের পর মানিকগঞ্জ জেলা বিএনপির নেতা কর্মীরা মুন্নুর সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত