
হবিগঞ্জ, ৩ জুলাই, এবিনিউজ : হবিগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বিএনপির কেন্দ্রী যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জের সদস্য সদস্য অভিযান উদ্বোধন করেন।
পৌর বিএনপির সভাপতি আবুল হাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তার শিপা, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ জি কে গউছ। প্রধান অতিথি বলেন, ৫ই জানুয়ারীর মতো আওয়ামীলীগকে ফাকা মাঠে আর গোল করতে দেয়া হবে না।
খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে বাংলাদেশের জনগন নির্বাচন হতে দেবে না।এদেশে নির্বাচন হবে বিএনপি কে নিয়ে নির্বাচন করতে হবে। দুঃশাসনের বিরুদ্ধে জনগন দ্তা ভাঙ্গা জবাব দেবে।
এবিএন/নুরুজ্জামান/জসিম/এমসি