ফেনী, ০৪ আগস্ট, এবিনিউজ : সোনাগাজীতে মুসলিম তরুনীর সাথে হিন্দু যুবকের প্রেম প্রতারনা। অত:তপর উভয়ে শ্রীঘরে, সোনাগাজীতে হ্নদয় জলদাস নামের এক হিন্দু যুবকের প্রেমের প্রতারনায় মুসলিম তরুনীর ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার ২ দিন পর শালিসি বৈঠক থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় কে আটক করেছে পুলিশ।ভিন্ন ধর্মের তরুন-তরুনীর প্রেমের ঘটনায় পুরো এলাকায় আলোড়ন চলছে।
জানা গেছে হৃদয় জলদাস সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের জহর লাল জলদাসেরর ছেলে। সে সোনাগাজী বাজারের রাকিব প্লাজা এসি মার্কেটের নীচতলায় সেলাই মেশিনের ব্যবসায়ী ও মেকানিক। পরিচয় গোপন করে পাশ্ববর্তী ইসলামপুর সংলগ্ন হতদরিদ্র মুসলিম তরুনী ছদ্ধ নাম রুমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২০/২৫ দিন পূর্বে তরুনী তার ব্যাবহৃত সেলাই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার সুবাদে পরিচয় হয় হৃদয় জলদাসের সাথে। এসময় মুঠো ফোনের নাম্বার আদান-প্রদান হয় দুজনের। মেয়েটিও জানতো না হৃদয় একজন হিন্দু পরিবারের সন্তান। তাদের মধ্যে প্রতিনিয়ত হতো সালাম বিনিময়। দিন দিন তাদের দু'জনের প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে। একপর্যায়ে উভয়ে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
গত মঙ্গলবার ( ১আগস্ট) বিকালে তরুনী হিন্দু যুবকের সাথে পালিয়ে ঢাকা চলে যায়। রাতে ঢাকা শহরের ফকিরাপোল এলাকার হোটেল জোনাকিতে অবস্থান কালে তরুনী প্রেমিক হ্নদয়ের প্রকৃত পরিচয় জানতে পেরে বুধবার সকালে পালিয়ে বাড়ীতে চলে আসে।
এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে এলাকায় উভয় পরিবারের উপস্থিতিতে একটি সালিশী বৈঠক চলাকালে চরম উত্তজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ হৃদয় জলদাস ও তরুনীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে তরুণীর পক্ষ থেকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে তরুনীর বড় ভাই জিয়াউল হক জানিয়েছে তারা কোন মামলা দায়ের করবেনা। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ন কবির হৃদয় জলস দাসকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এবিএন/আবুল হোসেন/জসিম/তোহা