শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • জাতীয় সংসদে ফের পাশ করা হবে ষোড়শ সংশোধনী: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ফের পাশ করা হবে ষোড়শ সংশোধনী: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ফের পাশ করা হবে ষোড়শ সংশোধনী: অর্থমন্ত্রী

সিলেট, ০৪ আগস্ট, এবিনিউজ : ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আবার পাশ করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উচ্চ আদালতের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রীসভার এই প্রবীণ সদস্য বলেন, ‘সংসদে আমরা আবারও ষোড়শ সংশোধনী পাস হবে। এবং অনবরতভাবেই এটি করতে থাকবো। দেখি তা কতদূর যায়।’

আজ শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই মন্তব্য করেন।

সিলেটে দীর্ঘদিন ধরেই একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি উঠেছে। অর্থমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতিও ছিলো সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন। গত ৩১ মে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এরপর থেকেই চলছে ভূমি নির্বাচনের কাজ।

জাতীয় সংসদে ফের পাশ করা হবে ষোড়শ সংশোধনী: অর্থমন্ত্রী

শুক্রবার এই বিশ্ববিদ্যালয়ের ভূমি পরিদর্শনে গিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, ‘জুডিসিয়াল কন্ডিশন আনটলারেবল। সংসদের উপর তারা পোদ্দারি করবে। এদেরকে আমরা চাকরি দেই। বিচারদের এমন আচরণ ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগ যতবারই সংশোধনী বাতিল করুক, সংশোধনী পাশ করার অধিকার জাতীয় সংসদের। জাতীয় সংসদ আইন সভা এবং সবার উর্দ্ধে তার অবস্থান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে এ অধিকার জাতীয় সংসদকে দেয়া হয়েছে। সামরিক সরকার এ অধিকার খর্ব করেছিল বিধায়, জাতীয় সংসদে পুনরায় তা ফিরিয়ে আনা হয়েছে।’

প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা সরকারের আপিল গত ৩ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খারিজ করে দেয়। এরফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত রইল বলে জানান আইনজীবীরা। এনিয়ে প্রধান বিচারপতি ও সরকারের কর্তাব্যক্তিদের মধ্যে কয়েকদিন ধরেই বাদানুবাদ চলছে।

শুক্রবার ভূমি পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত ড. আবুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা চেয়রম্যিান আশফাক আহমদ প্রমুখ।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত