ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্র ঠাকুরের প্রয়াণ দিবসে এটিএন বাংলায় প্রচার করা হবে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘তবু মনে রেখো’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কোলকাতার জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা ও লন্ডন প্রবাসী বাংলাদেশী শিল্পী নূরুল ইসলাম। অনুষ্ঠানে শ্রেয়া গুহ ঠাকুরতা গেয়েছেন শ্যামলছায়াতবু মনে রেখো, তোমার অসীমে, তুমি কি কেবলি ছবি, ওই মালতী লতা দোলে এবং তিমির অবগুন্ঠন শিরোনামের গান। নূরুল ইসলাম গেয়েছেন বাদলধারা, আমার হিয়ার মাঝে, আজি যত তারা এবং এই লভিনু সঙ্গ তব শিরোনামের গান।
সঙ্গীত শিল্পী তানজিনা তমা’র উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৬ই আগস্ট রাত ১০.৪৫মিনিটে।
এটিএন বাংলার রবিবারের অনুষ্ঠানসূচী
০৮টা ৩০মিঃ আজ সকালের গান (রবীন্দ্র সঙ্গীত), পরিচালনা- লানা খান।
০৯টা এটিএন বাংলা সংবাদ
০৯টা ১৫মিঃ রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠান ‘মৌন মুখর শব্দাবলী’, পরিচালনা- সেলিম দৌলা খান।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৩৫মিঃ ইটালিয়ানো এ্যাকশন মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘কিলার’ পরিচালনাঃ সোহানুর রহমান সোহান।
০৩টা ১৫মিঃ বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতি ও রবীন্দ্রনাথের বর্ষার গান’, উপস্থাপনা- আতাউর রহমান, পরিচালনা- মুকাদ্দেম বাবু।
০৩টা ৪৫ মিঃ ছোটদের অনুষ্ঠান ‘নীলগিরি’, পরিচালনা- নাহিদ রহমান ও লবী রহমান।
০৪টা এটিএন বাংলা সংবাদ।
০৪টা২০মিঃ আইন বিষয়ক সরাসরি স¤প্রচারিত অনুষ্ঠান ‘ল এন্ড অর্ডার’ পরিচালনা- নাহিদ রহমান ও লবী রহমান।
০৫টা গ্রামগঞ্জের সংবাদ।
০৫.২০মিঃ বিশেষ নৃত্যানুষ্ঠান ‘হে বন্ধু বিদায়’ পরিচালনা- নাহিদ রহমান।
০৬টা ইংরেজি সংবাদ
০৬টা ১৫মিঃ স্বাস্থ্য তথ্য বিষয়ক সরাসরি স¤প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’ (পর্ব-৭২)
উপস্থাপনাঃ ডা. সহেলী আহমেদ সুইটি, প্রযোজনাঃ কুইন রহমান।
০৭টা এটিএন বাংলা সংবাদ
০৮টা রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান ‘এই কথাটি মনে রেখো’ শিল্পী ইভা রহমান।
০৮টা ৪৫মিঃ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক ‘সমাপ্তী’ নাট্যরূপ- শফিকুর রহমান শান্তনু, পরিচালনা- বি ইউ শুভ।
১০টা এটিএন বাংলা সংবাদ
১০টা ৫৫মিঃ রবীন্দ্র প্রয়াণ দিবসে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘নোভা তবু মনে রেখো’, শিল্পী- শ্রেয়া গুহঠাকুরতা ও নুরুল ইসলাম,
উপস্থাপনা- তানজিন তিশা, পরিচালনা- সেলিম দৌলা খান।
১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি স¤প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন।
০১টা এটিএন বাংলা সংবাদ
০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৭২২)
[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]
এবিএন/রাজ্জাক/জসিম/এআর