![রবীন্দ্র প্রয়াণ দিবসে এটিএন বাংলার আয়োজন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/05/drama-shomapti-(3)_92650.jpg)
ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্র ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বিশেষ এই আয়োজনে থাকবে নাটক, টেলিফিল্ম, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ অন্যান্য আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এটিএন বাংলায় ৬ আগস্ট সকাল ৮.৩০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। ৯.২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মৌন মুখর শব্দাবলী’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে মুকাদ্দেম বাবু’র পরিচালনায় ‘প্রকৃতি ও রবীন্দ্রনাথের বর্ষার গান’। সন্ধ্যা ৫.২০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘হে বন্ধু বিদায়’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তনিমা দাস। পরিচালনা করেছেন নাহিদ রহমান। রাত ৮টায় প্রচার হবে কণ্ঠশিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের একক সঙ্গীতানুষ্ঠান ‘এই কথাটি মনে রেখ’। রবীন্দ্রনাধের গান নিয়ে প্রকাশিত শিল্পীর একক অ্যালবামের গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। রাত ৮.৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’। শফিকুর রহমান শান্তনু’র নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন স্পর্শিয়া, জনি ও অরুনা বিশ্বাস।
অপূর্ব বিএ পাশ করে কলকাতা থেকে নিজ গ্রামে যায়। সেখানে দেখা পায় চঞ্চল কিশোরী মৃন্ময়ীর। অপূর্বর মা চায়, ছেলেকে বিয়ে দিতে। এজন্য এক বাড়িতে মেয়ে দেখতে গিয়ে আবার মৃন্ময়ীর সাথে দেখা। বিয়ের জন্য মেয়ে দেখলেও মন দিয়ে বসে সে দুস্টু মৃন্ময়ীকে। কিন্তু এই পাড়া বেড়ানো মেয়ের সাথে কিছুতেই বিয়ে দেবেন না মা। শুধু ছেলের মুখ চেয়ে বিয়েতে রাজি হন তিনি। বিয়ের পর মৃন্ময়ীকে বাড়ির বৌ হিসেবে গড়ে তুলতে গিয়ে নাকানি চুবানির শিকার হয় অপূর্ব ও তার মা। একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে কলকাতা চলে যায় অপূর্ব। মৃন্ময়ী চলে যায় তার বাবার বাড়ি। অপূর্বর মন কি কখনোই বুঝবে না মৃন্ময়ী?
রাত ১০.৪৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘তবু মনে রেখো’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কোলকাতার জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা ও লন্ডন প্রবাসী বাংলাদেশী শিল্পী নূরুল ইসলাম। অনুষ্ঠানে শ্রেয়া গুহ ঠাকুরতা গেয়েছেন শ্যামলছায়াতবু মনে রেখো, তোমার অসীমে, তুমি কি কেবলি ছবি, ওই মালতী লতা দোলে এবং তিমির অবগুন্ঠন শিরোনামের গান। নূরুল ইসলাম গেয়েছেন বাদলধারা, আমার হিয়ার মাঝে, আজি যত তারা এবং এই লভিনু সঙ্গ তব শিরোনামের গান। সঙ্গীত শিল্পী তানজিনা তমা’র উপস্থাপনা ও অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর
রবীন্দ্র প্রয়াণ দিবসে এটিএন বাংলার আয়োজন
ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্র ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বিশেষ এই আয়োজনে থাকবে নাটক, টেলিফিল্ম, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ অন্যান্য আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এটিএন বাংলায় ৬ আগস্ট সকাল ৮.৩০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। ৯.২০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মৌন মুখর শব্দাবলী’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে মুকাদ্দেম বাবু’র পরিচালনায় ‘প্রকৃতি ও রবীন্দ্রনাথের বর্ষার গান’।
সন্ধ্যা ৫.২০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘হে বন্ধু বিদায়’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তনিমা দাস। পরিচালনা করেছেন নাহিদ রহমান। রাত ৮টায় প্রচার হবে কণ্ঠশিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের একক সঙ্গীতানুষ্ঠান ‘এই কথাটি মনে রেখ’। রবীন্দ্রনাধের গান নিয়ে প্রকাশিত শিল্পীর একক অ্যালবামের গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। রাত ৮.৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’। শফিকুর রহমান শান্তনু’র নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন স্পর্শিয়া, জনি ও অরুনা বিশ্বাস।
অপূর্ব বিএ পাশ করে কলকাতা থেকে নিজ গ্রামে যায়। সেখানে দেখা পায় চঞ্চল কিশোরী মৃন্ময়ীর। অপূর্বর মা চায়, ছেলেকে বিয়ে দিতে। এজন্য এক বাড়িতে মেয়ে দেখতে গিয়ে আবার মৃন্ময়ীর সাথে দেখা। বিয়ের জন্য মেয়ে দেখলেও মন দিয়ে বসে সে দুস্টু মৃন্ময়ীকে। কিন্তু এই পাড়া বেড়ানো মেয়ের সাথে কিছুতেই বিয়ে দেবেন না মা। শুধু ছেলের মুখ চেয়ে বিয়েতে রাজি হন তিনি। বিয়ের পর মৃন্ময়ীকে বাড়ির বৌ হিসেবে গড়ে তুলতে গিয়ে নাকানি চুবানির শিকার হয় অপূর্ব ও তার মা। একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে কলকাতা চলে যায় অপূর্ব। মৃন্ময়ী চলে যায় তার বাবার বাড়ি। অপূর্বর মন কি কখনোই বুঝবে না মৃন্ময়ী?
রাত ১০.৪৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘তবু মনে রেখো’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কোলকাতার জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা ও লন্ডন প্রবাসী বাংলাদেশী শিল্পী নূরুল ইসলাম। অনুষ্ঠানে শ্রেয়া গুহ ঠাকুরতা গেয়েছেন শ্যামলছায়াতবু মনে রেখো, তোমার অসীমে, তুমি কি কেবলি ছবি, ওই মালতী লতা দোলে এবং তিমির অবগুন্ঠন শিরোনামের গান। নূরুল ইসলাম গেয়েছেন বাদলধারা, আমার হিয়ার মাঝে, আজি যত তারা এবং এই লভিনু সঙ্গ তব শিরোনামের গান। সঙ্গীত শিল্পী তানজিনা তমা’র উপস্থাপনা ও অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর