রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

দ. আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

দ. আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

ঢাকা, ০৫ আগস্ট, এবিনিউজ : দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। নিহত সাইফুল ইসলাম (২৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে।

গতকাল শুক্রবার বিকালে কেপটাউন শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়ে তার বাবা বদিউজ্জামান বলেন, ‘২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় যায় সাইফুল। সেখানে একটি দোকানে কাজ করত। শুক্রবার দোকানের জন্য মালামাল কিনতে আরও দুজনকে নিয়ে কেপটাউনে যায়।’

তিনি বলেন, ‘ফেরার পথে দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল দুর্বৃত্তদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে দক্ষিণ আফ্রিকায় থাকা আমাদের এক স্বজন জানিয়েছে।’

সাইফুলের লাশ দেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছেন জানিয়ে এ ব্যাপারে সরকারের সহায়তাও কামনা করেন বদিউজ্জামান।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত