শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বালিয়াকান্দিতে ভূয়া র‌্যাব কর্মকর্তাসহ আটক ৪

বালিয়াকান্দিতে ভূয়া র‌্যাব কর্মকর্তাসহ আটক ৪

রাজবাড়ী, ০৫ আগস্ট, এবিনিউজ : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ভূয়া র‌্যাব কর্মকর্তাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ টিম। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার পরিষদ এর সামনে থেকে র‌্যাব পরিচয়ে চাঁদা আদায়ের সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, এক জোড়া হ্যান্ডক্যাপ, ছয়টি মোবাইল, বাঁশি এবং নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলো- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে র‌্যােেবর ক্যাপ্টেন পরিচয়দানকারী মো. তৌহিদুল ইসলাম শুভ (২১), শুভ’র সহযোগী রাজবাড়ী সদর উপজেলার বানিয়াবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার ভাতিজি ও মহিষবাথান গ্রামের মো. শহিদুল্লাহ মাত্বারের মেয়ে মোছা. রিক্তা খাতুন (২০), গোপিনাথদিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. ওয়াসিম আকরাম (২০) ও ফরিদপুর সদর উপজেলার কছিমুদ্দিন ব্যাপারিডাঙ্গী গ্রামের মো. আব্দুর রব মিয়ার ছেলে মো. সোহেল রানা (২২)।বালিয়াকান্দিতে ভূয়া র‌্যাব কর্মকর্তাসহ আটক ৪

আসামীদের মধ্যে তৌহিদুল ইসলাম শুভ ফরিদপুর মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং সোহেল রানা রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজার এলাকার বাসিন্দা এবং রাজবাড়ী সড়ক ও জনপথ অফিসের কার্য সহকারী খন্দকার গোলাম আজমের কাছে র‌্যাবের ক্যাপ্টেন পরিচয় দিয়ে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তৌহিদুল। এরপর গোলাম আজম চাঁদা দাবির বিষয়টি আমাকে জানান। চাঁদা দেওয়ার কথা বলে কৌশলে তৌহিদুলকে বালিয়াকান্দিতে আনতে বলি গোলাম আজমকে।

বেলা সাড়ে ১১টার দিকে তৌহিদুল তার তিন সহযোগীকে সঙ্গে করে একটি প্রাইভেটকারে চড়ে বালিয়াকান্দি উপজেলা পরিষদ এলাকায় গোলাম আযমের কাছে চাঁদা নিতে আসেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা র্যা ব সদস্যরা তৌহিদুল ও তার সহযোগীদের আটক করেন। তিনি আরও বলেন, তৌহিদুল বিভিন্ন জায়গায় র্যাযবের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজী করে আসছিলেন। এ ঘটনায় তৌহিদুল ও তার তিন সহযোগীর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে তাদের ওই থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী গোলাম আজম বলেন বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা বাজারের পাশে তার চার শতাংশ জমির উপর ঘর রয়েছে।

তৌহিদুল তাকে ফোন দিয়ে র্যানবের অধিনায়ক পরিচয় দেন। এরপর তিনি তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বলেন। টাকা না দিলে তৌহিদুল তাকে ক্রসফায়ারে দিবেন বলেও হুমকি দেন। এরপরই তিনি বিষয়টি র্যালব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক রইছ উদ্দিনকে জানান।

সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ জানান তার ভাতিজি রিক্তা ডিবি পুলিশের সদস্য মোঃ সোহেল রানার সাথে গত ১০মাস যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিলো। আজ রিক্তা ফরম ফেলাপের জন্য রাজবাড়ী মহিলা কলেজে গিয়ে ছিলো পরে সহোলে তাকে গোড়ার কথা বলে নিয়ে যায়।এই চাদাবাজীর সঙ্গে রিক্তার কোন যোগসাযোগ নেই।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত