![নলছিটিতে চাঁদাবাজির মামলা তুলে নিতে বাদীকে আসামীদের হত্যার হুমকি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/06/jhalokathi@abnews_92768.jpg)
ঝালকাঠি, ০৬ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠির নলছিটিতে চাঁদাবাজির ঘটনায় আদালতে দায়ের করা মামলা তুলে নিতে আসামীদের বিরুদ্ধে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী মো. ইউনুছ আলী ফকির নিরাপত্তা চেয়ে শুক্রবার রাতে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ৩১জুলাই উপজেলার কাপড়কাঠি গ্রামের হালিম ফকির, রফিক হাওলাদার, মোশারেফ হোসেন, মিন্টু হাওলাদার, আফজাল হোসেন, কবির হাওলাদার, মনির হোসেন, শহিদুল ফকির ও পলাশ ফকিরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় ইউপি মেম্বার মো. ইউনুছ আলী ফকির ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (এমপি-৯৮/১৭) দায়ের করেন।
এরপর গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাপড়কাঠি মদিনা মসজিদের সামনে ওই মামলার আসামী হালিম ফকির, মনির হোসেন, মিন্টু হাওলাদার, মোশারেফ হোসেন, শহিদুল ফকির ও রফিক হাওলাদার মামলার বাদী ইউনুছ আলী ফকিরের পথরোধ করে গালাগাল দেয়। মামলা তুলে না নিলে তাকে খুন-জখমের হুমকি দেয় ওই আসামীরা। এ ঘটনায় শুক্রবার রাতে ইউনুছ আলী ফকির নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১৩০) করেন।
বাদী ইউনুছ আলী ফকির বলেন, আসামীরা গত ২১জুলাই আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদা না দিলে আমার সকল ব্যবসা বাণিজ্য ও চলাচলের রাস্তা বন্ধ করার হুমকি দেয়। গত ২৬জুলাই সকালে আসামীরা সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে ঢুকে আমার স্ত্রী সেলিনা বেগম ও মেয়ে তানিয়া বেগমকে পিটিয়ে জখম করে।
ওই সময় সন্ত্রাসীদের সহযোগিতায় আসামীরা আমার হাঁস-মুরগীর ফার্ম ভাংচুর ও চলাচলের রাস্তা কেটে আমার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করলে আসামীরা গত বৃহস্পতিবার রাতে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
এ ব্যাপারে মামলার আসামী মোশারেফ হোসেন চাঁদাবাজি ও হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনুছ আলী ফকির আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা তুলে নিতে তাকে হুমকি দেওয়ার বিষয়টি সত্য নয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, জিডির ঘটনা তদন্ত করে দেখা হবে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর