বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজাপুরে কলেজ ছাত্রী অপহরন মামলার আসামী মাইনুল গ্রেফতার

রাজাপুরে কলেজ ছাত্রী অপহরন মামলার আসামী মাইনুল গ্রেফতার

রাজাপুরে কলেজ ছাত্রী অপহরন মামলার আসামী মাইনুল গ্রেফতার

ঝালকাঠি, ০৬ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরে কলেজ ছাত্রী অপহরন মামলার প্রধান আসামী মাইনুল সিকদারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি গাবখান সেতু এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মাইনুল সিকদার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন রাজাপুর (পোদ্দার আলা) গ্রামের তানজের সিকদারের ছেলে। উল্লেখ্য উপজেলার সদর ইউনিয়নের রোলা গ্রামের শাহআলম হাওলাদারের মেয়ে আয়সাকে ( ১৫জুন ২০১৭) বাঘরি ইষ্টিল ব্রীজ এলাকা থেকে অপহরন করা হয়েছিল। মাইনুল তার দুই বন্ধুর সহযোগীতায় মারধর করে মটরসাইকেলে করে মাইনুলের নিজ এলাকার (দক্ষিন রাজাপুর) কোন এক বাড়িতে তোলে। এক পর্যায় অয়সা সেখান থেকে কৌশলে পালিয়ে এসে শুক্রবার (১৬জুন) নিজেই বাদী হয়ে মাইনুল ইসলামকে প্রধান আসমী করে রাজাপুর থানায় মামলা দায়ের করে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত