শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
জন্মসনদ সার্ভারে সমস্যা

মানিকগঞ্জে ভোটার তালিকা নিবন্ধনে বিড়ম্বনা

মানিকগঞ্জে ভোটার তালিকা নিবন্ধনে বিড়ম্বনা

‌মা‌নিকগঞ্জ, ০৬ আগস্ট, এবিনিউজ :মানিকগঞ্জে প্রায় ৪০ হাজার লোক হালনাগাদ ভোটার তালিকায় নিবন্ধনে নিবন্ধিত হতে বিড়ম্বনার শিকার হচ্ছেন।

‌জেলার ইউনিয়ন পরিষদ গু‌লো থেকে সময় মত জন্মসনদ না পাওয়াতে এই সমস্যা দেখা দিয়েছে।

গত ২৫ জুলাই থেকে শুরু হয়েছে ৫ম ভোটার তালিকা হালনাগাদ কর্মসুচি, চলবে ৮ আগস্ট পর্যন্ত। অনলাইনে জন্মসনদ ছাড়া ভোটার তালিকায় ও জাতীয় পরিচয় পত্র নাম নিবন্ধন করা সম্ভব না। ফলে হাজার হাজার মানুষ সার্ভারে সমস্যা থাকায়নজন্ম সনদ সময় মত না পাওয়ার কারনে ভোটার তালিকা হালনাগাদের জন্য নিবন্ধিত ফরম পূরন করতে ব্যর্থ হচ্ছে।

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিস সূ‌ত্রে জানা গে‌ছে, জেলার ৭টি উপজেলার ২ টি পৌরসভায় ও ৬৫ টি ইউনিয়ন ১০ লক্ষ ৮১ হাজার ৪ শত ৪৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫ লক্ষ ৩৯ হাজার ৪ শত ৩১, আর মহিলা ভোটার রয়েছে ৫ লক্ষ ৪২ হাজার ১৪ জন। এর বিপরিতে চলতি ৫ম ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সম্ভাব্য ৩৭ হাজার ৮শত ৫০ জন নতুন হালনাগাদে ভোটার ও হওয়ার লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে। ৭টি উপজেলায় নতুন ভোটার তালিকা হালনাগাদ করতে তথ্য সংগ্রহকারী আছেন ৫৫৫ জন এবং সুপারভাইজার আছেন ১২১ জন।

কিন্তু নতুন ভোটার‌দের বিপাকে পড়তে হচ্ছে অনলাইনে জন্ম সনদ আনার সময়। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে একেকটি ইউনিয়ন পরিষদ থেকে গড়ে প্রতিদিন ৪০/৫০ টি জন্মসনদ নেবার আবেদন পড়ছে। কিন্ত জন্মসনদ প্রস্তুতকারী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা গ্রাহকদের এ সনদ সরবরাহ করতে পারছেন না এই সাইড স্লো হওয়ার কারনে।

মানিকগঞ্জ জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি সৈয়দ এনায়েত করিম জানায়, আগে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে রেজিষ্ট্রার বহিতে নিবন্ধিত করে হাতে লিখে জন্মসনদ দেওয়া হত। কিন্তু বর্তমান সরকার স্বচচ্ছতা আনার জন্য জন্মসনদ সকল কাযক্রম অনলাইনে দেবার ব্যবস্থা করেছে। এতে করে জন্মসনদ বয়স কমানো ও বাড়ােনোর যে সুযোগ ছিল তা অনলাইন সিস্টেম চালু করাতে বন্ধ হয়ে গেছে। প্রবাসীরা, অন্যত্র চাকুরী, বা বয়স না হওয়ার কারনে যারা ভোটার হতে পারে নি। তারা এখন ভোটার হওয়ার জন্য জন্মসনদ নিতে আসছে। কিন্তু আমাদের ঐ সার্ভার ঠিকমত কাজ করার কারনে সময়মত জন্মসনদ সেবা গ্রহীতাদের দিতে পারছি না।

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন প‌রিষ‌দের উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেন জানায়, বর্তমানে জন্মসনদ সার্ভার ঠিক মত কাজ না করায় জন্মসনদ এন্ট্রি ও নকল দিতে পারছি না। এতে যারা নতুন ভোটার হবে সেই সমস্ত লোক আমাদের উপর চটে যাচ্ছে। কারন আর মাত্র ২ দিন সময় আছে ভোটার তালিকা হালনাগাদ করার। অথচ আমার নিকট অন্তত শতাধিক আবেদন আছে, যা আমি কাজ করতে পারছি না। সার্ভারে প্রবেশ করতে চাইলে লেখা আসছে ডাটাবেসে উন্নয়ন কাজ চলছে, কিছুক্ষন পর আবার চেষ্টা করুন।

জেলার হরিরামপুর উপজেলার ধূলশুরা ইউনিয়নের উদ্যোক্তা মোঃ মনির হোসেন জানায়, জন্মসনদ অনলাইনে আবেদন শুরু হওয়ার পর, যখন কাজের চাপ বেশী থাকে তখন এ সাইড ঠিকমত কাজ করা যায় না। ভোটার তালিকা হাল নাগাদের কাজ শুরু হওয়ায় বর্তমানে প্রতিদিন প্রচুর লোক আসছে সনদ নেবার জন্য, কিন্ত সার্ভার কাজ না করার কারনে সময়মত সনদ দিতে পারছি না।

জেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক সবুজ রায়হান জানায়, আমার উপজেলার প্রচুর লোক দেশের বাহিরে থাকে। তারা এখন ভোটার তালিকায় নাম নিবন্ধিত হবার জন্য আমাদের নিকট জন্মসনদ নেবার জন্য আসছে। কিন্তু সার্ভার উন্নয়ন কাজ চলছে, এমন লেখা উঠছে, জন্মসনদ ওয়েব লিংকে প্রবেশই করতে পারছি না।

সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের বাসিন্দা ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে ইচ্ছুক জয়নাল আবেদীন জানায়, আমি ৪ দিন ধরে ঘুরছি, এখনও জন্মসনদ ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারি নাই। আর মাত্র ২দিন আছে ভোটার হওয়ার সময়।

বা‌লিয়া‌টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো. রুহুল আমিন জানায়, নতুন করে ভোটার হতে ইচ্ছুক এই সমস্ত লোক জন্মসনদ নিতে আসছে, কিন্তু জন্ম ও মৃত্যু সনদ সাইডে প্রবেশ করা যাচ্ছে না। এমন অভিযোগ সাধারণ মানুষ বুঝতে পারে না। ফলে সেবা পেতে বিলম্বিত হওয়াতে তাদের সাথে আমাদের ভুল বুঝাবুঝির সৃস্টি হচ্ছে।

মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. মহিউদ্দিন জানায়, মানিকগঞ্জ জেলায় বর্তমা‌নে চলছে ভোটার তালিকা হাল নাগাদের কাজ। যারা ২০০০ সালের পুর্বে জন্ম নিয়েছে, তারা ভোটার তালিকা হাল নাগাদের নিবন্ধনে অংশ গ্রহণ করতে পারবে। ভোটার হওয়ার জন্য ফরম পূরনের সময় পিতা- মাতার

জাতীয় পরিচয়পত্র ,একাডেমিক সনদ, নাগরিক সনদ ও অনলাইনে জন্ম সনদের ফটোকপি প্রয়োজন পড়ে। অনেকে ডিজিটাল জন্মসনদ না দিতে পারায় নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার নিবন্ধিত ফরম পূরণ করতে বিলম্ব হচ্ছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি বিভাগের প্রোগ্রামার সজীব চৌধুরী জানায়, সারা বছরই এ সার্ভারে সমস্যা থাকছে। সার্ভারে সমস্যা থাকার জন্য বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য অনলাইনে জন্মসনদ প্রস্তুত করা যাচ্ছে না। বেশী চাপ থাকাতে অনলাইনে জন্মসনদ সার্ভার ঠিকমত কাজ কর‌ছে না।

এবিএন/মো. সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত