বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে ব্যাংকের ভল্টের দরজায় চাপা পড়ে নিহত ১

মানিকগঞ্জে ব্যাংকের ভল্টের দরজায় চাপা পড়ে নিহত ১

মানিকগঞ্জে ব্যাংকের ভল্টের দরজায় চাপা পড়ে নিহত ১

মানিকগঞ্জ, ৬ আগস্ট, এবিনিউজ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রূপালী ব্যাংকের ভল্টের দরজা ভেঙে চাপা পড়ে এক শ্রমিক নিহত ও এক শ্রমিক মারাতœক আহত হয়েছে।

আজ রবিবার দুপুরে সাটুরিয়া উপজেলার রূপালী ব্যাংকের গোলড়া শাখায় সংস্কার কাজ করায় সময় ভল্টের দরজা ভেঙ্গে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আরিফ (৩০) আর মারাতœক আহত হয়েছে মোসারফ (৩২) নামের আরেক শ্রমিক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানায়, হাইওয়ে থানার পাশেই ব্যাংকের শাখাটি অবস্থিত। খবর পেয়ে আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

মানিকগঞ্জ জেলা ডিএসবির এসআই হুমায়ুন কবির জানায়, ব্যাংকের সংস্কার কাজ চলছিল। ঠিকাদার কাজ করাচ্ছিল শ্রমিক দিয়ে। ভল্টের দরজা ভেঙ্গে পরে দুজন শ্রমিক আহত হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। বাকি জনকে চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত