![মাদারীপুর থেকে ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/06/rab_abnews_92851.jpg)
মাদারীপুর, ৬ আগস্ট, এবিনিউজ : মাদারীপুরে রাজৈর উপজেলার টেকেরহাট ব্রিজের উত্তর পাশের সেবা মেডিকেল হল থেকে গতকাল শনিবার বিকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর রাকিবুজ্জামানের নেত্বতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে এক একাধিক ধর্ষন, ডাকাতী মামলার আসামী ও পর্ণগ্রাফী নির্মাতা, ভুয়া চিকিৎসক।
গোপালগঞ্জ এর মোকসেদপুর উপজেলার নলকোনা গ্রামের মোঃ হান্নান কাজির ছেলে কাজী নিজাম উদ্দিন অরফে শুভকে(৩০) কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ডি হোসেন সুপার মার্কেটে সেবা মেডিকেল হল নামের একটি প্রতিষ্ঠান খুলে চিকিৎসার নামে নারীদের অশ্লীল ভিডিও ধারণ ও তা প্রচারের ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করে আসছিলো একটি চক্র।
পরবর্তীতে উক্ত নারীদের ব্ল্যাকমেইলিং এর হতিয়ার হিসেবে ব্যবহার করেন। ব্ল্যাকমেইলিং এর হাতিয়ার হিসেবে অনেক নারীদের কাছ থেকে ব্ল্যাংক স্টাম্পে স্বাক্ষর করিয়ে রাখা হয়েছে। বাস্তবে মাধ্যমিক পাশ না করেও আসামী কাজী নিজাম উদ্দিন@ শুভ নিজেকে চর্ম, যৌনও শিশু বিশেষজ্ঞ বলে দাবি করেন এবং সে অনুযায়ী প্রচারপত্রও প্রকাশ করেন।
র্যাবের অভিযানে ওই স্থান থেকে ভুয়া চিকিৎসক নিজাম উদ্দিন ওরফে শুভকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব। পরে তার কাছ থেকে ল্যাপটপ, ক্যামেরা, পেনড্রাইভ, ভিডিও ডিক্স, ৮টি মোবাইল ফোন, ১৬টি সীম কার্ড জব্দ করা হয়। এছাড়াও নারীদের জব্দ করার উদ্দেশ্যে নারীদের স্বাক্ষরিক ৬টি খালি স্ট্যাম্প উদ্ধার করা হয়।
এবিএন/সাব্বির/জসিম/এমসি