শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে পিস্তল ও গুলি সহ এক যুবক আটক

ঝালকাঠিতে পিস্তল ও গুলি সহ এক যুবক আটক

ঝালকাঠি, ৬ আগস্ট, এবিনিউজ : গাবখান সেতুর টোল ঘর এলাকা থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলিসহ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার সোহাগ শেখ (২০) নামে এক যুবককে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ।

গতকাল শনিবার রাত ১২টার দিকে শহরের গাবখান সেতুর টোলঘর এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশী অভিযানকালে ওই যুবককে আটক করা হয়। সোহাগ শেখ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সাংকিভাঙ্গা গ্রামের আমির আলী শেখের ছেলে। তবে আটককৃত অস্ত্রধারী যুবক গাবখান টোল ঘর এলাকায় থেকে কোথায় যাচ্ছিল বা তার সহযোগী আর কারা ছিল সে সম্পর্কে এখোন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি বলে জানাগেছে।

ঝালকাঠি থানার পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে শহরের গাবখান সেতুর টোলঘর এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশী কালে মটোরসাইকেল আরোহী যুবককে আটক করে দেহ তল্লাশী করে ওয়ান শুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী টোল কর্মীরা জানায়, প্রতিদিনের ন্যায় রাত সাড়ে দশটা থেকে পুলিশ টোল ঘরের সম্মুখে গতিরোধকের মাঝে দাড়িয়ে ছিলো। এসময় একটি মটোরসাইকেলযোগে ৩ যুবক ব্রীজের দিক থেকে টোলঘরের সামনে আসলে পুলিশ সিগনাল দেয়।

এতে তারা গাড়ী না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ থাবা দিয়ে পেছন থেকে এক যুবককে আটক করে। তখন তার থাতে থাকা একটি কাটুনের মধ্যে থাকা পিস্তলটি ও একরাউন্ড গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার (ওসি) অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম জানায়, আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। তার সাথে কারা ছিলো তাদের সাথে আরো অস্ত্র ছিল কিনা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।

এবিএন/আজমীর/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত