শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সিগঞ্জে ছাত্রীকে উত্যেক্ত করায় ৬০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে ছাত্রীকে উত্যেক্ত করায় ৬০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে ছাত্রীকে উত্যেক্ত করায় ৬০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ, ৬ আগস্ট, এবিনিউজ : টঙ্গিবাড়ী উপজেলায় ছাত্রীকে উত্যেক্ত করায় শালিশীরা ৬০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্ঠি হচ্ছে।

জানাগেছে ,উপজেলার মান্দ্রা গ্রামের মো,লাখু শেখের মেয়ে ব্রাক্ষন ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রীর সাথে দীর্ঘদিন প্রেমের সর্ম্পক চলে আসছে পাশের পোদ্দারপাড়া গ্রামের অটোবাইক চালক সজিবের সাথে।

এই ঘটনা নিয়ে স্থানীয় ভাবে কয়েকবার তাদেরকে বুঝানোর চেষ্ঠা করলেও গ্রাম্য শালিশীরা ব্যর্থ হয়। প্রেম মানেনা কোন বাঁধা প্রেম সবার উপরে তাই ওই স্কুল ছাত্রীটি বিয়ের দাবীতে রাতের আঁধারে সজিবের বাড়ীতে চলে যায়। ওই রাতে ছাত্রীর পরিবার অনেক খোঁজাখুজির পর প্রেমিক সজিবের বাড়ী থেকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে আসে।

ঘটনাটি স্থানীয়দের নিয়ে বসে মিমাংশার কথা থাকলেও ছাত্রীর বাবা তাদের কথা অমান্য করে গত শুক্রবার রাতে ছাত্রী উত্যেক্ত করার ঘটনা নিয়ে টঙ্গিবাড়ী থানায় সজিব ও জাকারিয়াকে আসামী করে অভিযোগ করেন। টঙ্গিবাড়ী থানা ওসি আলমঙ্গীর হোসাইন জানান ছাত্রীকে জোর করে কেউ নেয়নি সে ইচ্ছায় প্রেমিক সজিবের বাড়ীতে ওই দিন রাতে চলে গিয়েছিল।

এই ঘটনা নিয়ে নারায়নগঞ্জে শওকত আলী মোল্লার বাসায় হাসেম শেখ,খায়ের শেখ,মনজুর আলী শেখ,লিয়াকত, মো,ডলিম শেখ,পাঁচপাও ইউনিয়ন ৬নং ওর্য়াড বিএনপি সভাপতি মনির খান, ৫নং ওর্য়াড বিএনপি সভাপতি আমির মুন্সী সহ কয়েকজন শালিশী বসে তারা প্রেমিক সজিবের পরিবারকে ৬০হাজার টাকা জরিমানা করে।এই রায় করার পর এলাকার জনগনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, মেয়েটি নিজের ইচ্ছায় প্রেমিক সজিবের বাড়ীতে চলে যায়, মেয়ের বাবা উত্যক্ত করার অভিযোগ এনে থানায় অভিযোগ করেন। এরপর শালিশীরা ছেলের পক্ষকে জরিমানা করে।

এবিএন/টিপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত