
ঢাকা, ০৬ আগস্ট, এবিনিউজ : আট পদে মোট ২৫ জনকে নিয়োগ দিচ্ছে দুগ্ধ উৎপাদনকারী বাংলাদেশ সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)। আগ্রহীরা আগামী ৩০ আগস্ট, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম : ব্যবস্থাপক (বিপণন) পদে তিনজন, উপব্যবস্থাপক (বিপণন) তিনজন, উপব্যবস্থাপক (সিভিল) একজন, সিনিয়র অফিসার (রক্ষণাবেক্ষণ) ১০ জন, সিনিয়র অফিসার (সিএসই) একজন, সিনিয়র অফিসার (আর্কিটেকচার) একজন, সিনিয়র অফিসার (পশু প্রজনন) চারজন ও সিনিয়র অফিসার (পশু পুষ্টি) পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন: ব্যবস্থাপক (বিপণন) পদে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা, উপব্যবস্থাপকরা ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা এবং সিনিয়র অফিসাররা পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন প্রক্রিয়া: বিজ্ঞপ্তিতে চাওয়া সব সনদপত্রসহ আবেদনপত্র কুরিয়ার সার্ভিস/ডাকযোগে/সরিসরি দুগ্ধ ভবন, ১৮৯-১৪০ তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮
এই ঠিকানায় পাঠাতে হবে।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর