![আবারও শুরু হচ্ছে ‘বিতর্ক বিকাশ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/06/photo-1---copy_92952.jpg)
ঢাকা, ০৬ আগস্ট, এবিনিউজ : সুবিধা বঞ্চিত মাধ্যমিক স্কুল সমূহের বিতার্কিকদের অংশগ্রহণে ২০০৭ সাল থেকে ব্র্যাকের আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’ অনুষ্ঠিত হয়ে আসছে। দেশব্যাপী যুক্তির এই চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্র্যাকের সাথে ২০১২ সাল থেকে ব্র্যাক শিক্ষা কর্মসূচি, ডিবেট ফর ডেমোক্রেসি এবং বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলা যৌথভাবে জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে আসছে। গত ৯ বছরে এই প্রতিযোগিতায় সারা দেশের ১৬ হাজার ৫‘শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২ লক্ষ ২০ হাজার বিতার্কিক অংশগ্রহণ করেছে।
ইতিমধ্যে ২০১৫ ও ২০১৬ সালের প্রতিযোগিতার ইউনিয়ন, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শেষ হয়েছে। বিভাগীয় চ্যাম্পিয়ান দলগুলো আগামী ১৮ আগস্ট থেকে ঢাকায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে অংশগ্রহণের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতা অনুষ্ঠানগুলি ঢাকার এফডিসি’তে অনুষ্ঠিত হবে।
‘বিতর্ক বিকাশ’ প্রতিযোগিতার ২০১৫ ও ২০১৬ সালের বিভাগীয় ফাইনাল শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও গ্র্যান্ড ফাইনালসহ পুরস্কার বিতরণ আয়োজন উপলক্ষ্যে আজ রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির মধ্যে এক সমঝোতা স্বারক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মুসা, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুল-কলেজ, বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানগুলি সাপ্তাহিক ভিত্তিতে এটিএন বাংলার প্রচার করা হবে।
প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের আগামী ১২ থেকে ১৭ আগস্ট ঢাকাস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে গ্রুমিং করানো হবে। ১৮ আগস্ট থেকে এফডিসিতে প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো ধারণ করা হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে সাপ্তাহিক ভিত্তিতে এটিএন বাংলায় বিতর্ক বিকাশ প্রতিযোগিতাগুলো প্রচার করা হবে।
২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে করিম উদ্দিন হাইস্কুল-কালিগঞ্জ-লালমনিরহাট, মেহেরুননেসা গার্লস হাইস্কুল-পাইগগাছা-খুলনা, শাহেদ আলী মডেল হাইস্কুল-সল্লা, সুনামগঞ্জ-নয়াবাড়ি হাইস্কুল-নোকলা-শেরপুর। ২০১৬ সালে কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে মানিকনগর গালর্স হাইস্কুল-ঈশ^রদী-পাবনা, রাশেদ খান মেনন মডেল স্কুল এন্ড কলেজ-বাবুগঞ্জ-বরিশাল, ইশহাকপুর পাবলিক হাইস্কুল-জগন্নাথপুর-সুনামগঞ্জ, বাগিল কেকে হাইস্কুল-সদর-টাঙ্গাইল।
ক্যাপশন: মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক বিকাশ আয়োজন উপলক্ষ্যে সমঝোতা স্বারক বিনিময় করছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মুসা, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর