বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে যুবলীগের ৪ নেতাকর্মীর গরু লুটে নেয়ার ঘটনায় তুলকালাম!

ঝালকাঠিতে যুবলীগের ৪ নেতাকর্মীর গরু লুটে নেয়ার ঘটনায় তুলকালাম!

ঝালকাঠিতে যুবলীগের ৪ নেতাকর্মীর গরু লুটে নেয়ার ঘটনায় তুলকালাম!

ঝালকাঠি, ০৭ আগস্ট, এবিনিউজ : ঝালকাঠি নতুন ষ্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে ইউপি সদস্যে রফিকসহ যুবলীগের ৪ নেতাকর্মীর গরু লুটে নেয়ার ঘটনায় তুলকালাম কান্ড ঘটেছে। বিকনা এলাকার মোঃ জলিল গাজীর গরু চুরি করে টমটমে তুলে নেয়ার পর ঘটনা ফাঁস হয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী বিচারের দাবীতে বিশ্বরোড সংলগ্ন বাসন্ডা ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মোবারেক হোসেন মল্লিকের ব্যক্তিগত অফিসে জড়ো হয়। সেখানে জেলা যুবলীগ যুগ্মআহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কুমার কর্মকার সহ প্রভাবশালী কয়েকজন শালিশদার ঘটনায় জড়িতদের উপস্থিত না করে চোরাই গরু ফেরত ও ২৫ হাজার টাকা জড়িমানা ঘোষনা করেন। এতে বিচারের দাবীদার বিকনা এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

চোরাই গরুর মালিক মোঃ জলিল গাজীর পুত্র সুজন গাজী জানায়, গত ২ আগষ্ট বুধবার সকালে নতুন ষ্টেডিয়াম সংলগ্ন এলাকায় গাস খাওয়ানোর জন্য বেধে রাখে। দুপুর আনুমানিক ২টার দিকে বাসন্ডা ইউনিয়নের দারাখানার গ্রামের ইউপি সদস্যে যুবলীগ নেতা রফিক হাওলাদার ও তার সহযোগী জব্বার ফরাজীর পুত্র মানিক ফরাজী, মোহাম্মদ হাংয়ের পুত্র জুয়েল হাং ও মাজেদ মল্লিকের পুত্র বজলু মল্লিক মিলে একটি টমটমে তুলে নিয়ে যায়। বিকালে তার পিতা (জলিল গাজী) গরু খুজে না পেয়ে চারিদিকে খোজ খবর শুরু করে উক্ত টমটমের চালককে ধরলে সে তার টমটমে করে উক্ত ৪জন একটি গরু তুলে দারাখানা গ্রামে নিয়ে গেছে বলে জানায়।

এরপর তারা বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক ও জেলা যুবলীগ যুগ্মআহবায়ক পৌরকাউন্সিলর রেজাউল করিম জাকিরকে জানালে তাদের হস্তক্ষেপে উক্ত গরুচোর চক্রটি ৪ আগস্ট সকালে লুটে নেয়া গরুটি ফেরৎ দেয়। একথা জানাজানি হলে এলাকাবাসী বিক্ষুদ্বু হয়ে ওঠে ও ইতিপূর্বে বিকনা এলাকা থেকে তাদের আরো ৩/৪জনের চুরি হওয়া গরুও এই চক্র চুরি করেছে সন্দেহে দলবদ্ধ হয়ে ইউপি চেয়ারম্যানের কাছে বিচারের দাবী জানালে তিনি ৫আগষ্ট শনিবার তার ব্যক্তিগত কার্যালয়ে শালিশ করার আশ্বাস দেয়।

সুজন গাজী আরো জানায়, শনিবার বিকালে নির্ধারিত বৈঠকে শালিশদার, গন্যমান্য ব্যক্তিরা ও বিকনা এলাকার কয়েকশ মানুষ চেয়ারম্যান মোবারেক মল্লিকের কার্যালয়ে উপস্থিত হলেও অভিযুক্ত ইউপি সদস্যে যুবলীগ নেতা রফিক, মানিক ফরাজী, জুয়েল হাং ও বজলু মল্লিক অনুপস্থিত থাকে। এঅবস্থায় শালিশদারগন বৈচক শুরু করলেও বিচার প্রার্থী উপস্থিত এলাকাবাসী অভিযুক্তদের অনুপস্থিতিতে কোন বিচার শালিশী হতে পারেনা বলে দাবী তোলে।

তথাপিও শালিশদারগন অভিযুক্ত গরুচোর চক্রটির সাথে মোবাইল ফোনে কথা বলে গরু চুরির অপরাধে ২৫ হাজার টাকা জড়িমানা ও পরবর্তীতে চোরাই গরুর মালিক জলিল গাজীর বাড়ীতে গিয়ে ক্ষমা চেয়ে আসবে বলে ঘোষনা দেন। তবে গরুর মালিক জলিল গাজী জড়িমানার প্রয়োজন নেই জানিয়ে যদি উক্ত গরুচোর চক্রটি তাদের কাছে কৃতকর্মের ক্ষমা না চায় তাহলে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানালে বৈঠক শেষ হয়।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত