![বানিয়াচংয়ে ট্রলির চাপায় এক শিশু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/07/hobigoang_abnews24 copy_93081.jpg)
হবিগঞ্জ, ৭ আগস্ট, এবিনিউজ : বানিয়াচং উপজেলার বটের হাটি এলাকায় ট্রলির চাপায় মনির মিয়া নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু বটের হাটি এলাকার আব্দল আলীর ছেলে।
জানা যায়, আজ সোমবার দুপুরে শিশু মনির রা¯তার পাশে দাড়ানো ছিল এ সময় নতুন বাজারগামী একটি ট্রলি মনিরকে চাপা দিলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্র নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় জনতা ট্রলি চালক রাহেল মিয়া (২৫)কে আটক করে থানায় সোর্পদ করে।
এবিএন/নুরুজ্জামান/জসিম/এমসি