![হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/09/hobigoang_abnews24_93374.jpg)
হবিগঞ্জ, ০৯ আগস্ট, এবিনিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার দুবাওই বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসছিল। আজ ভোর ৫টার দিকে দুবাওই বাজারের কাছে যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। লাশ দুটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ