সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • টুঙ্গিপাড়ায় এবারও ৩৫ হাজার মানুষের জন্য ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবান

টুঙ্গিপাড়ায় এবারও ৩৫ হাজার মানুষের জন্য ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবান

টুঙ্গিপাড়ায় এবারও ৩৫ হাজার মানুষের জন্য ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবান

গোপালগঞ্জ, ০৯ আগস্ট, এবিনিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় এবারও ৩৫ হাজার মানুষের জন্য ঐতিহাসিক চাটগাঁইয়া মেজবানের আয়োজন করছেন নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী।

মেজবানে গরুর পাশাপাশি থাকবে মুরগিও। মেজবানের জন্য চট্টগ্রামের বিখ্যাত হোসেন বাবুর্চিকে নিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মো. ওসমান গনি আগামী ১০ আগস্ট টুঙ্গিপাড়া আসবেন। বিষয়টি আগেই প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হয়েছে। ওই দপ্তর থেকে ইতিমধ্যে এ ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মো. ওসমান গনি ।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মো. ওসমান গনি বলেন, শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ও বালাডাঙ্গা এসএম মুছা উচ্চ বিদ্যালয় মাঠে মেজবানের আয়োজন করা হবে। কলেজ মাঠের আয়োজনে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, চনার ডাল দিয়ে লাউ আর নলির ঝোল। বালাডাঙ্গা এস.এম মুসা উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দুদের জন্য আয়োজন করা হবে মুরগির কোর্মা, চনার ডাল ও সাদা ভাত।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতি বছরই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মেজবানীর আয়োজন করা হয়। গতবছরও টুঙ্গি পাড়ায় প্রায় ৩৫ হাজার মানুষের মেজবানের আয়োজন করা হয়েছিল। গত ১৬ বছর ধরে এবিএম মহিউদ্দিন চৌধুরী এ আয়োজন করে আসছেন। মেজবানে মহিউদ্দিন চৌধুরী নিজেই উপস্থিত থেকে তদারকি করে থাকেন। এবারও তিনি উপস্থিত থাকবেন।

আগামী ১৪ আগস্ট এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগের একটি দল টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য চট্টগ্রাম থেকে যাত্রা করবেন বলে জানিয়েছেন মো. ওসমান গনি।

এবিএন/ এম আরমান খান জয়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত