বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুকিং শো ‘স্টারলাইন রান্নাঘর’

কুকিং শো ‘স্টারলাইন রান্নাঘর’

ঢাকা, ০৯ আগস্ট, এবিনিউজ : এটিএন বাংলায় প্রতি আগামীকাল বুধবার সকাল ১০.৩৫ মিনিটে প্রচারিত হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টারলাইন রান্নাঘর’। রন্ধনবিদ লবী রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। বাঙ্গালী মাত্রই ভোজন রসিক। এটি বাঙ্গালীয়ানারই একটি অংশ।

বাংলাদেশের রসনা বিলাসী মানুষ সব সময়ই বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দ্বারা মুগ্ধ হয়েছে। নতুন প্রজন্মের কম বেশি সবার মাঝেই নিত্য নতুন রান্নার পরিকল্পনা ব্যাপকভাবে সমাদৃত এ কথা আর বলার অপেক্ষা রাখে না। সময়ের সাথে সাথে বাঙ্গালীর খাদ্যাভাস এবং খাদ্য তালিকাতেও এসেছে ব্যাপক পরিবর্তন।

মুখরোচক খাবারের পরিবর্তে এখন সবাই স্বাস্থ সম্মত খাবারের দিকেই বেশি মনযোগী হয়েছেন। এ কারণেই স্বাস্থ্য সম্মত খাবারের ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে রান্না বিষয়ক ভিন্ন ধরার অনুষ্ঠান ‘স্টারলাইন রান্নাঘর’। অনুষ্ঠানের প্রতি উপস্থিত থাকবেন পর্বে দু’জন অতিথি।

দর্শকদের জন্য তারা তাদের পছন্দের রেসিপি রান্না করে দেখাবেন। আগত অতিথিদের মধ্যে থাকবেন রান্না বিষয়ক বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে একজন রন্ধন শিল্পী। এছাড়াও থাকবেন একজন জনপ্রিয় সেলিব্রেটি। অনুষ্ঠানের প্রতি পর্বে আগত অতিথিরা দর্শকদের জন্য বিভিন্ন রকম মজার রেসিপি রান্না করে দেখাবেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত হবেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তিনি রান্না করা খবারগুলোর পুষ্টিগুন বর্ণনা করবেন। অনুষ্ঠানে প্রাধান্য পাবে সব ধরনের আধুনিক রেসিপি। পাশাপাশি স্বাস্থ্য সম্মত খাবারের অভ্যেস তৈরিতেও সহায়তা করবে অনুষ্ঠানটি।

এটিএন বাংলার শুক্রবারের অনুষ্ঠানসূচী

০৯টা এটিএন বাংলা সংবাদ

০৯টা ১৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘স্যাভলন হেলথ টিপ্স’ (পর্ব-৮১)

উপস্থাপনা- ডা. জিনিয়া জাফরীন, পরিচালনা- শাহেদ দৌলা খান।

১০টা এটিএন বাংলা সংবাদ

১০টা ৩৫মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টারলাইন রান্নাঘর’ (পর্ব-৪৯)

উপস্থাপনাঃ লবী রহমান, পরিচালনাঃ লানা খান।

১১টা এটিএন বাংলা সংবাদ।

১১টা ১০মিঃ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট-২০১৭’ (পর্ব-২১)

উপস্থাপনা ও পরিচালনাঃ হাসান আহমেদ চৌধুরী কিরণ।

১২টা এটিএন বাংলা সংবাদ।

১২টা ১০মিঃ জুম্মাবারের ইসলামী অনুষ্ঠানমালা।

০১টা ১৫মিঃ অনুষ্ঠানের বাকী অংশ।

০২টা এটিএন বাংলা সংবাদ

০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ

০৩টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ভালোবাসা এক্সপ্রেস’

পরিচালনা- সাফি উদ্দিন সাফি।

অভিনয়েঃ শাকিব, অপু।

০৪টা এটিএন বাংলা সংবাদ

০৫টা গ্রাম-গঞ্জের খবর

০৬টা ইংরেজি সংবাদ।

০৭টা এটিএন বাংলা সংবাদ

০৮টা ধারাবাহিক নাটক ‘মুখোশ’ (পর্ব-৩৬) রচনাঃ আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনাঃ শাহাদাৎ হোসেন সুজন।

অভিনয়েঃ তারিক আনাম খান, আল মামুন, সাবেরী আলম, শহীজ্জামান সেলিম, জয়শ্রী কর জয়া, মুবিনা আহমেদ কাজল, হিল্লোল, নওশীন প্রমুখ।

০৮টা ৪০মিঃ ব্রাদার্স ফার্নিচার নিবেদিত বিশেষ নাটক

১০টা এটিএন বাংলা সংবাদ

১০.৪৫টা ফেয়ার এন্ড লাভলী এ সপ্তাহের ছায়াছবি ‘হৃদয়ের বন্ধন’

পরিচালনা- এফ আই মানিক।

অভিনয়ে- রিয়াজ, শাবনূর।

০১টা এটিএন বাংলা সংবাদ।

[প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত