![হবিগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/09/jorimana_93545.jpg)
হবিগঞ্জ, ০৯ আগস্ট, এবিনিউজ : হবিগঞ্জে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও ওজনে কম দেয়াসহ বিভিন্ন অভিযোগে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ শহরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন। অভিযান পরিচালনাকালে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক