![২৫ বছরেও সচল হয়নি মুন্সীগঞ্জ শিশুপার্ক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/10/park--sabi@abnews_93569.jpg)
মুন্সিগঞ্জ, ১০ আগস্ট, এবিনিউজ : মুন্সীগঞ্জ জেলার একমাত্র শিশুদের চিত্ত বিনোদনের স্পট পৌর শিশুপার্ক। বর্তমানে পার্কটির অবস্থা চরম আকার ধারণ করেছে। দূর্নীতি ও অহেলার কারণে জেলার শিশুদের স্বপ্নের এই শিশুপার্কটি দীর্ঘ ২৫ বছরেও সচল করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপে পর্যবসিত শিশুপার্কটি এখন মাদকসেবী ও ছিনতাইকারীদের আড্ডাস্থল হয়ে দাঁড়িয়েছে।জেলা প্রশাসকের (ডিসি) অফিসের পশ্চিম পার্শ্বে অবস্থিত একমাত্র মুন্সীগঞ্জ পৌর শিশুপার্ক। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাদক সেদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। দীর্ঘ ২৫ বছর হয়ে গেলেও পার্কটির উপরে জেলা প্রশাসক ও পৌরসভার কর্তাব্যক্তিদের কোন সুনজর পড়েনি। দীর্ঘ সময় ধরে অবহেলা ও সংস্কারের অভাবে পার্কটি অস্তিত্ব হারিয়ে ফেলছে। এর ফলে বিনোদন থেকে জেলার শিশুরা বঞ্চিত হচ্ছে। এ ছাড়া শিশুদের যা খেলার সামগ্রী পার্কেটিতে ছিলো তা এখন নেই বললেই চলে।পৌরসভা সূত্রে জানা যায়, জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারি ও জেলার সধারণ মানুষের সন্তানের বিনোদনের কথা মাথায় রেখে শিশুদের প্রিয় বিনোদনের কেন্দ্র হিসেবে মুন্সীগঞ্জ-কাটাখালী সড়কে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কের পশ্চিমপার্শ্বে প্রায় ১.৫৮ একর জমির ওপর মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে শিশুপার্কটি নির্মাণ করা হয়। ১৯৯৩ সালে ৪ জানুয়ারি তৎকালীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বর্তমান মুন্সীগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি আব্দুল হাই পার্কটির শুভ উদ্বোধন করেন। এক বছর পর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে পার্কটি অচল হয়ে পড়ে। কয়েক বছরের মধ্যেই শিশুদের খেলার সামগ্রী মেরামতের অভাবে নষ্ট হয়ে যায়। ২০০৬ সালে তৎকালীন পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান পার্কটি সচল করার জন্য ওয়ান্ডারল্যান্ডের সঙ্গে চুক্তি করেন। নির্মাণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। কিন্তু তারপরও কোনো কাজ হয়নি এই পার্কটিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কটির চারদিকে পরিবেশ অপরিষ্কার রয়েছে। মার্কেটের দোকানগুলোর ময়লা ফেলছে পার্কটিতে। লেকের পানি ময়লা এবং পানি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পার্কটির ঘাস বড় হয়ে আছে এবং ঘাসের আড়ালে ফেনসিডিলের বোতল পড়ে আছে। যা একজন সুস্থ্য স্বাভাবিক মানুষের পক্ষে এখানে বসে থাকা সম্ভব নয়। পার্কটিতে শিশুদের বসার ভাল পরিবেশ নেই বললেই চলে। নামে মাত্র শিশুপার্ক। শিশু ছাড়া যেন নিষ্প্রাণ দেহ হিসেবে দাঁড়িয়ে আছে মুন্সীগঞ্জ শিশুপার্ক।এ ব্যাপারে একাধিক দর্শনার্থীদের অভিযোক, মুন্সীগঞ্জ পৌর পরিষদের চরম উদসীনতার কারণে এ জেলার সর্বস্তরের শিশুরা বিনোদনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বারন্ত শিশুদের বিনোদনের জন্য জেলার পৌর শিশুপার্কটি পুর্ণ-নির্মাণ করা অতি প্রয়োজন মনে করছে একাধিক দর্শনার্থীরা।এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. সাখাওয়াৎ হোসেন বলেন, বারন্ত শিশুদের জন্য বিনোদনের কোন বিকল্প নেই। এই বয়েসে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিনোদন খুবই প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি মুন্সীগঞ্জ জেলায় তেমন কোন শিশুদের বিনোদনের স্পর্ট নেই। এতে করে শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে বাধার সম্মুখীন হচ্ছে। বিনোদনের স্পর্ট না থাকায় বাচ্চরা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ইলেক্ট্রনিক সামগ্রীর পিছনে ঝুঁকে পড়েছে। এতে করে তাদের শরীরের বিভিন্ন প্রকার সমস্যাসহ মানসিক দিক দিয়ে তারা দুর্বল হয়ে পরছে। তাই শিশুদের স্বাবিকভাবে বেড়ে উঠার জন্য চিত্ত বিনোদনের কোন বিকল্প নেই।এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, শিশুপার্ক পূর্র-নির্মাণ করার জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। আশা রাখি আগমী বছরের মধ্যে শিশুপার্কটির সম্পূর্ণ নির্মাণকাজ শেষ করে মুন্সীগঞ্জ পৌর শিশুপার্ক থেকে শেখ রাসেল পৌর শিশুপার্ক নাম করন করা হবে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর