বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোপালগঞ্জে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

গোপালগঞ্জে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

গোপালগঞ্জে ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

গোপালগঞ্জ, ১০ আগস্ট, এবিনিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মামলা তুলে নিতে ধর্ষণ মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছে আসামী পক্ষ। ঘটনাটি জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামের।

গতকাল বুধবার বাদী তার নিজ গ্রাম রামশীল গ্রামের বাড়িতে বসে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় আমার বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী ফেরার পথে রামশীল খেয়াঘাটে পৌছালে রামশীল গ্রামের সুভাষ বালার ছেলে অনিমেষ বালা (৩০) বিজেন্দ্রনাথ মল্লিকের ছেলে বিভাষ চৌকিদার (৩২), নরেন মল্লিকের ছেলে নরোত্তম মল্লিক(২৬) বুদ্ধিমন্ত হালদারের ছেলে স্বপন হালদার(২৮) আমার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন ঘরে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় আমি গত ৩১ জুলাই গোপালগঞ্জ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই ৪ জনের বিরুদ্ধে একটি নালিশী পিটিশিন দায়ের করি। আদালত কোটালীপাড়া থানার ওসিকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেয়। এরপর থেকে আসামী পক্ষ প্রতিনিয়ত মামলা তুলে নিতে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা বলেছে, মামলা তুলে না নিলে আমাকে মেরে ফেলবে। আমি এখন প্রাণ ভয়ে আতংকিত। তবে এ ব্যাপারে তিনি পুলিশকে এখনো কিছু জানাননি বলে জানান। ২/১ দিনের মধ্যে পুলিশকে বিষয়টি অবহিত করবেন বলেও তিনি জানান।

আসামীরা হুমকির কথা অস্বীকার করে জানিয়েছেন, ওই দিন কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া হয়েছে। এ জন্য আমরা তাকে এ মামলা প্রত্যাহারের অনুরোধ করেছি মাত্র।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, আদালত মামলাটি এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছে। আমরা এফআইআর পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো। বাদীকে হুমকি দেয়ার বিষয়টি আমাদের জানা নেই।

এবিএন/লিয়াকত হোসেন (লিংকন)/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত