বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকগঞ্জে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

মানিকগঞ্জে বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি কার্যকরের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

মানিকগঞ্জ, ১০ আগস্ট, এবিনিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুল ইসলাম খান মনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানভির ফয়সাল রাহী, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান সুমন, সাধারণ সম্পাদক জুয়েল রহমান, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান ও সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন লিটন প্রমুখ।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিদেশে পলাতক থাকা বঙ্গবন্ধুর আত্মস্মীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর কতে হবে।

দীর্ঘ সারির এই মানববন্ধনে জেলার সাতটি উপজেলা ও ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়।

এবিএন/সোহেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত