শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গুরত্বর আহত কারাবন্ধি সোনাগাজীর ছাত্রদল নেতাকে হাসপাতালে প্রেরণ

গুরত্বর আহত কারাবন্ধি সোনাগাজীর ছাত্রদল নেতাকে হাসপাতালে প্রেরণ

গুরত্বর আহত কারাবন্ধি সোনাগাজীর ছাত্রদল নেতাকে হাসপাতালে প্রেরণ

ফেনী, ১০ আগস্ট, এবিনিউজ : গ্রেফতরের পর নির্যাতনে গুরতর আহত সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস কে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছে ফেনী জেলা কারাগার কর্তৃপক্ষ। জেলা কারাগারের জেলার শংকর কুমার মজুমদার জানিয়েছেন,আদালতের নির্দেশে বুধবার বন্দি হিসেবে পিয়াস কে গুরতর আহত অবস্থায় আমরা গ্রহন করি। চিকিৎসার জন্য তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।তিনি আরও জানান,পিয়াসের দুই পায়ের হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম রয়েছে। ছাত্রদল নেতা পিয়াস কে ০৭ আগষ্ট রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন লাটিমি নামক স্থান থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করে।গ্রেফতারের সময় সে ঢাকা থেকে সোনাগাজীতে ফিরছিলো বলে জানিয়েছেন তার পরিবার।

সোনাগাজী মডেল থানা সুত্র জানিয়েছে পিয়াসের বিরুদ্ধে নাশকতা,সন্ত্রাস সৃষ্টিসহ একাধীক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এদিকে সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসান মাহমুদ ছাত্রদল নেতা পিয়াস কে গ্রেফতার ও তার উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার গনমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রেরন করে।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি পিয়াস কে গ্রেফতারের পর নির্যাতনের জন্য আইনশৃংখলা বাহিনীকে দায়ী করে। তবে ছাত্রদল নেতাকে গ্রেফতারের পর কারা নির্যাতন করেছে সে বিষয়ে গোয়েন্দা পুলিশ বা সোনাগাজী মডেল থানা কর্তৃপক্ষের কেউ এ বিষয়ে মুখ খুলছেনা।

এবিএন/আবুল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত