
নড়াইল, ১১ আগস্ট, এবিনিউজ: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইলের মাসুমদিয়ায় সুলতান সংগ্রহশালা চত্বরে (১০ আগস্ট) সকাল ৮টায় শিল্পীর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর মাজারে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল প্রমুখ।
পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহন কারিদের পুরস্কার প্রদান করা হয়
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর