বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রদল নেতা গ্রেফতার

নড়াইল, ১১ আগস্ট, এবিনিউজ: নড়াইলের লোহাগড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় তথ্যপ্রযুক্তি আইনে ছাত্রদল নেতা পৌর ছাত্রদলের সহ-সভাপতি লেলিন খানকে (২৭) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার অভিযোগে বুধবার রাত ১১টার দিকে নড়াইল শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লেনিন লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকার দৌলত খান দুলালের ছেলে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ছগির উদ্দিন বাদী হয়ে ওই রাতেই (বুধবার) লেনিন খান এবং ফারিয়া জাহান রিয়ার নামে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ফেসবুকে ফারিয়া জাহান রিয়া নামের আইডি থেকে লেলিন খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ছবি বিকৃত করে শেয়ার করেন। বিষয়টি জেলা ছাত্রলীগের সহসভাপতি লোহাগড়ার রামপুরার শেখ ছগির উদ্দিনের নজরে আসলে মামলা দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত লেলিন খান দাবি করেন, কে বা কারা তার ফেসবুক আইডি হ্যাক করে বিকৃত ছবি শেয়ার করেছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, লেলিন খান এবং ফারিয়া জাহান রিয়ার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। তবে, রিয়ার পরিচয় এখনো জানা যায়নি।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত