![মানিকগঞ্জের সিংগাইরে ঢালাইয়ের সময় ব্রীজ ধসে শ্রমিক আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/11/manikganj-bridge@abnews_93806.jpg)
মানিকগঞ্জ, ১১ আগস্ট, এবিনিউজ: মানিকগঞ্জের সিংগাইরে ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে ব্রীজের একাংশ ধসে ভুট্টু (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি কবরস্থান ব্রীজের নির্মাণ কাজ চলাকালে এ ঘটনা ঘটে।
নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দুর্বল সেন্টারিং ব্যবহারের কারণেই ব্রীজটি ধসে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্রে জানা যায়, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় ২০১৬-২০১৭ অর্থ বছরে ৪০ ফুট দৈর্ঘের একটি ব্রীজ নির্মানের জন্য সাড়ে ৩২ লাখ টাকা বরাদ্ধ দেয়। দরপত্রের মাধ্যমে এসএফ এন্টারপ্রাইজ নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের শুরুতে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করে।
আলম নামে এক শ্রমিক জানায়, বৃস্পতিবার সকাল সাড়ে ৮টায় ব্রীজের একাংশের ঢালাইয়ের কাজ শুরু করা হয়। বিকেলের দিকে কাজ চলাকালীন সময়ে সেন্টারিং (বাঁশের ঠেকনা) ভেঙ্গে নির্মাধীন অংশটি ধসে পড়ে। এ সময় ভুট্টু নামে তাঁদের এক সহকর্মী ব্রীজ থেকে পড়ে আহত হয়। তিনি আরো জানায়, আহত শ্রমিক ভুট্টুকে স্থানীয় জয়মন্টপ বাজারের সানোয়ার মেডিকেল সার্ভিস সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে জানায়, কাজের শুরুতেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজের ধীর গতির অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঠিকাদার আতোয়ার রহমান গ্রামবাসীর বাঁধা-নিষেধ উপেক্ষা করেই সিডিউল বহির্ভূতভাবে ব্রীজের নির্মাণ কাজ চালিয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আতাউর রহমান গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করে জানায়, সিডিউল মোতাবেক কাজ চলছিল। কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কোন অনিয়ম করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম নির্মাণাধীন ব্রীজের একাংশ ধসে পড়ার কথা স্বীকার করে জানায়, ব্রীজ নির্মাণে কোনো অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়নি। কার্যাদেশ অনুযায়ী সব কিছু ঠিকঠাক ভাবে চলছিল। সেন্টারিং (ঠেকনা) ফল্ট করায় ব্রীজের নির্মাণাধীন অংশ ধসে পড়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর