
শ্রীমঙ্গল, ১১ আগস্ট, এবিনিউজ: শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৃহস্পতিবার শহরস্থ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দীকি, সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার।
প্রানবন্ত পরিবেশে শ্রীমঙ্গল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ দিল আফরোজ বেগম, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ম্যারিগোল্ড কিন্ডারগার্টেন শ্রীমঙ্গলের প্রধান শিক্ষক সঞ্জিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর প্রিন্সিপাল সোহাইল আহমদ। ২০১৭-২০২০ সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর