বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় ৭ শতাধিক যান

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় ৭ শতাধিক যান

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি পারের অপেক্ষায় ৭ শতাধিক যান

‌মা‌নিকগঞ্জ, ১১ আগস্ট, এবিনিউজ: দে‌শের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন রাজধানী‌তে প্র‌বে‌শের পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। ‌ফে‌রি সংকট ও পদ্মা নদীতে স্রোত থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অার বাড়তি যানবাহনের চাপে শুক্রবার সকাল থে‌কেই পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ফেরিঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।

শুক্রবার বেলা ১১ টা পর্যন্ত পাটু‌রিয়া ও দৌলত‌দিয়া ঘাটে প্রায় ৭ শতাধিক যানবাহন পারাপা‌রের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির সংখ্যা বেশি থাকলেও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের ম‌ধ্যে পণ্যবাহী ট্রাকই বে‌শি।

এক সপ্তাহ ধরে ফেরি সংকট ও পদ্ধায় তীব্র স্রোতের কারনে ফেরি পারা পারে অতিরিক্ত সময় লাগার কারনেই এ যানজট।

শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান জানায়,নৌরুটে চলাচলের জন্য ১৫টি ফেরি

থাকলেও ২টি ফেরি যান্ত্রিক ত্রুটিতে মেরামতে রয়েছে। আর ছোট ফেরিগুলো তীব্র স্রোতের উজানে চলতেই পারছে না । পদ্মা ও যমুনায় পানি বৃদ্বিতে তীব্র ঘূর্ণি স্রোত থাকায় ফেরি পল্টুনে ভেড়াতেও সময় বেশি লাগছে। এ কারণে ফেরি ট্রিপ দিতে অতিরিক্ত সময় লাগছে । ফলে

ঘাটপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভোর থেকেই পারাপারের জন্যে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে। বেলা ১১ টা নাগাদ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে সা‌ড়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়বে।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয় বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন সংখ্যা সমান্য, যাত্রীবা‌হী যান অর্ধ শতা‌ধিক থাক‌লেও, দুই শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে।

‌এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত